এই ভুলগুলির কারণে অনেক পরীক্ষার্থী অঙ্ক পরীক্ষায় পাশ করতে পারে না

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অঙ্কের নাম শুনলে বেশিরভাগ ছাত্রছাত্রীই উদ্বিগ্ন হয়ে পড়ে। আর পরীক্ষার দিন সেই উদ্বেগ আরও বেড়ে যায়। ঠিক কী কারণে অঙ্কের প্রতি এই ভীতি বা পরীক্ষায় খারাপ ফলাফল হয় তা অনেকেই খতিয়ে দেখে না। একটু খেয়াল করলেই সমস্যার মূলে পৌঁছানো সম্ভব। তাই ঠান্ডা মাথায় আগে সেই কারণগুলি খুঁজে বের করা দরকার। আর কারণের হদিশ পেলে সমস্যার সমাধানও সম্ভব।

মৌলিক ধারণার অভাব

শিক্ষার্থীরা প্রায়ই গণিতের মৌলিক ধারণাগুলিকে অবহেলা করে। যার ফলে সমস্যার সমাধান করতে গিয়ে তাদের অসুবিধায় পড়তে হয়। তাই সবার প্রথমে অঙ্কের মৌলিক ধারণাগুলি সুনিশ্চিত করা প্রয়োজন। আর এক্ষেত্রে শিক্ষকের সাহায্য একান্ত জরুরি। মৌলিক ধারণা স্পষ্ট হলেই অঙ্ক করার আত্মবিশ্বাস বাড়বে।

আরো পড়ুন: বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন

সময়সূচীর অভাব

একটি প্রশ্নের ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করা বা সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে তাড়াহুড়ো করলে অঙ্ক ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে মক টেস্ট অনুশীলনের মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট কৌশল শেখা সবচেয়ে বেশি ফলদায়ক।

অনুশীলনের অভাব

যে কোনও পরীক্ষায় ভালো ফল করতে গেলে প্রয়োজন পর্যাপ্ত অনুশীলন। বিশেষ করে অঙ্কের মতো বিষয়কে আয়ত্তেই আনা যায় সঠিক অনুশীলনের মাধ্যমে। শেষমুহূর্তে প্রস্তুতির উপর নির্ভর করে অঙ্ক পরীক্ষা দিতে গেলে ফল খারাপ হবেই।

পরীক্ষার উদ্বেগ এবং আতঙ্ক

ব্যর্থতার ভয় এবং অঙ্কের প্রতি আতঙ্ক থেকে প্রায়ই পরীক্ষার ফল খারাপ হয়। আর এই ভয় এবং আতঙ্ক দূর করা সম্ভব শুধুমাত্র অনুশীলন এবং ধারাবাহিক প্রস্তুতির মাধ্যমে।

মুখস্থ করার ভুল

না বুঝে অঙ্কের সূত্র এবং প্রয়োগ মুখস্ত করলে বিভ্রান্তি হতেই পারে। তার চেয়ে ধারণাগত স্বচ্ছতা থাকলে ফর্মুলার সঙ্গে খাপ খাইয়ে যে কোনও প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব।

সাবধানে প্রশ্ন না পড়া

অনেক সময়ই দেখা যায় পরীক্ষার সময় শিক্ষার্থী প্রশ্নের মূল অংশগুলির ভুল ব্যাখ্যা করে বা এড়িয়ে যায়। আর এর ফলে পরীক্ষার ফল খারাপ হয়। তাই প্রশ্নপত্র বিশদে মনোযোগ সহকারে পড়ে তবে সমস্যার সমাধান শুরু করা উচিত।

সমস্যার ধাপ এড়িয়ে যাওয়া

গণিত পরীক্ষায়, ধাপে ধাপে সমাধান করা সবচেয়ে বেশি নিরাপদ। তাতে অঙ্কের উত্তর ভুল হলেও, স্টেপ মার্কিং-এর জন্য আংশিক নম্বর পাওয়া যায়। আর স্টেপ এড়িয়ে গেলে নম্বর হাতছাড়া হওয়া স্বাভাবিক।

আরো পড়ুন: হিন্দু নির্যাতনের ঘটনা পাকিস্তানের ২০ গুণ বাংলাদেশে, তথ্য বিদেশ মন্ত্রকের 

আরো পড়ুন: অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়মে বদল, আপনার সাবস্ক্রিপশন রয়েছে?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন