‘এই মুহূর্তে বিনিয়োগের অন্যতম সেরা বিকল্প হয়ে উঠেছে এই Stocks’, মন্তব্য নিবেশকের

By Bangla news dunia Desk

Published on:

stock market

Bangla News Dunia , দীনেশ : শেয়ার বাজারে চলতি সম্পূর্ণ সপ্তাহ জুড়েই অনিশ্চয়তার চাপ লক্ষ্যণীয় হয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে দুর্দান্ত পারফর্ম করার পর অক্টোবর মাসে এসে বড়সড় পতনের ধাক্কার সম্মুখীন হয়ে পড়েছে দেশের স্টক মার্কেট। ফলে, এই মুহূর্তে রীতিমতো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন বিনিয়োগকারীরা। আন্তর্জাতিক ক্ষেত্রে তৈরি হওয়া নতুন অশান্ত পরিস্থিতির কারণে শেয়ার বাজারের বৃদ্ধির গতির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়াও, 2024-25 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমসিকের আয়ের পরিসংখ্যানও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফলে, শেয়ার বাজারের জন্য সামগ্রিকভাবে একাধিক বিষয় নেতিবাচক হয়ে উঠেছে। বিশেষজ্ঞ মহলের একটি বড় অংশের মতানুসারে এই মুহূর্তে বাজারে বিয়ারিস প্রবণতা লক্ষ্যণীয় হচ্ছে।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

তবে, এই টানা সংশোধনের কারণেই বাজার ধীরে ধীরে ব্যয়বহুল অবস্থান থেকে মূল্যায়নের ক্ষেত্রে যুক্তিসঙ্গত অবস্থানে ফিরে আসছে। এই পরিস্থিতিতেও বেশ কিছু খাতে ভালো পারফর্ম্যান্স লক্ষ্যণীয় হচ্ছে। বিনিয়োগের সুযোগও রয়েছে। সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিনিয়োগকারীদের ডায়াগনস্টিক সেক্টরের উপর ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ Hemang Jani । কেন এই খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি? পড়ে নিন বিশেষজ্ঞের সম্পূর্ণ মতামত-

এই মুহূর্তে Diagnostic সেক্টর ঠিক কী অবস্থানে রয়েছে?

2024-25 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের পরিসংখ্যান খুব একটা ইতিবাচক হয়নি। দ্বিতীয় ত্রৈমাসিকেও সেই বিষয়টির পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ত্রৈমাসিকেও অধিকাংশ খাতের কোম্পানিগুলির আয়ের পরিসংখ্যান প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে, ডায়াগনস্টিক সেক্টরের কয়েকটি সংস্থা এই ক্ষেত্রে চমক দিয়েছে। কয়েকটি সংস্থা প্রত্যাশার থেকেও ভালো আয়ের পরিসংখ্যান প্রকাশ করেছে। ফলে, খাতটি স্পষ্টভাবেই বর্তমানে বাজারে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

তবে, এই খাতটির মূল্যায়ন এই মুহূর্তেও তুলনামূলকভাবে বেশি। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমার দৃষ্টিভঙ্গি অনুসারে, বর্তমানে বাজারের তীব্র অস্থিরতার মধ্যেও এই খাতটি যুক্তিসঙ্গতভাবে বিনিয়োগকারীদের স্থিতিশীলতা অফার করছে। বিক্রির পরিসংখ্যানেও উন্নতি দেখা গিয়েছে। এই খাতটির মূল্যায়নের ক্ষেত্রে যে ধরনের স্থিতিশীলতা লক্ষ্যণীয় হচ্ছে এবং অনেক কোম্পানি যেভাবে প্রসারিত হচ্ছে আমার ধারণা এগুলিতে আগামী দিনে বিপুল বৃদ্ধি লক্ষ্যণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের এই খাতটিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত। এই সেক্টরটি আগামী দিনে আপনাকে নিরাশ করবে না।

এই সেক্টরের কোন স্টক কেনার পরিকল্পনা করবেন?

বর্তমান অবস্থান থেকে আগামী দিনে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন এনে দিতে পারে এই খাতের একাধিক স্টক। মধ্য থেকে দীর্ঘমেয়াদে দুর্দান্ত পারফর্ম্যান্স লক্ষ্যণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীরা Dr Lal PathLabs বা এই ধরনের আরও কয়েকটি ডায়াগনস্টিক স্টক ক্রয় করার বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। মধ্য থেকে দীর্ঘ মেয়াদে এই স্টকগুলি দুর্দান্ত মুনাফা এনে দিতে পারে। বৃদ্ধি স্থিতিশীল অবস্থায় থাকতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla news dunia Desk

মন্তব্য করুন