Bangla News Dunia, দীনেশ :- বাজারে সংশোধনের সঙ্গে সঙ্গেই লার্জক্যাপ বিভাগ ক্রমশ আকর্ষণীয় হয়েছে। এই বিভাগের বেশ কয়েকটি কোম্পানির শেয়ার ফোকাসে রেখেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি তাঁরা কয়েকটি স্টকে ‘Hold’ এবং ‘Buy’ রেটিং দিয়েছেন। কোন শেয়ারগুলিতে কত বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁরা? নিম্নে তা উল্লেখ করা হল।
জিএমআর এয়ারপোর্টস
GMR Airports -এর স্টকে হোল্ড রেটিং দিয়েছেন তিন জন বিশেষজ্ঞ। শেয়ারের দাম 39 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ বাজার বন্ধের সময় কোম্পানিটির শেয়ারের মূল্য NSE -তে প্রায় 0.02 শতাংশ বেড়ে হয়েছে 79.05 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 56508 কোটি টাকা। গত এক বছরে স্টকে মিলেছে প্রায় 7.84 শতাংশ রিটার্ন। তিন এবং পাঁচ বছরের নিরিখে স্টকে রিটার্নের পরিমাণ ছিল যথাক্রমে 71.29 এবং 275.53 শতাংশ।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
রত্নমণি মেটালস অ্যান্ড টিউবস
কোম্পানিটির শেয়ারে রাখা হয়েছে বাই রেটিং। শেয়ারটি ক্রয়ের সুপারিশ করেছেন পাঁচ জন বিশেষজ্ঞ। শেয়ারের মূল্য 30.2 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ বাজার বন্ধের সময় Ratnamani Metals & Tubes -এর স্টকের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 0.46 শতাংশ বেড়ে হয়েছে 3300.10 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 23131 কোটি টাকা। তিন এবং পাঁচ বছরের নিরিখে স্টকে মিলেছে যথাক্রমে 153.02 এবং 365.48 শতাংশ রিটার্ন।
আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা
জেএসডাব্লু ইনফ্রাস্ট্রাকচার
JSW Infrastructure -এর স্টকে বাই রেটিং দিয়েছেন 11 জন বিশেষজ্ঞ। শেয়ারের দর 29.7 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কোম্পানিটির শেয়ারের মূল্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 4.35 শতাংশ বেড়ে হয়েছে 323 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 67830 কোটি টাকা। এক বছরে শেয়ারের দাম বেড়েছে প্রায় 52.21 শতাংশ।
টাটা কমিউনিকেশনস
Tata Communications -এর শেয়ারে হোল্ড রেটিং দিয়েছেন 7 জন বিশ্লেষক। শেয়ারের দাম 28.9 শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ বাজার বন্ধের সময় শেয়ারটির দাম ছিল 1713.60 টাকা। সংস্থার বাজারগত মূল্য রয়েছে 48838 কোটি টাকা। তিন বছরে স্টকে মিলেছে প্রায় 25.64 শতাংশ রিটার্ন।
পিডিলাইট ইন্ডাস্ট্রিজ
Pidilite Industries -এর স্টকে রাখা হয়েছে হোল্ড রেটিং। শেয়ারে এই রেটিং দিয়েছেন 13 জন বিশেষজ্ঞ। শেয়ারটির মূল্য 25.9 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে 2914.40 টাকা। কোম্পানির মার্কেট ক্য়াপ রয়েছে 148230 কোটি টাকা।
(এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের পরামর্শ, মতামত এবং সুপারিশ তাঁদের ব্যক্তিগত।)