একজোট হচ্ছে হিন্দুরা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

hindu

Bangla News Dunia , Pallab : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠছে। মারধর থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ। যার প্রভাব পড়ছে বাংলায়ও। অনেকেরই আত্মীয়-স্বজন রয়েছে বাংলাদেশে। ফলে চিন্তায় কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামে থাকা বহু পরিবার।

আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন

দেশভাগের কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামের বাসিন্দারা অনেক বছর আগেই চলে এসেছে ভারতে। তাদের নিজেদের পরিবারের ও আত্মীয়রা আছেন বাংলাদেশে। ফোনই এখন তাঁদের যোগাযোগের মাধ্যম। ফোনে বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে কাঁদছেন ওপারের আত্মীয়রা বলে জানাচ্ছেন এদেশে থাকা পরিবারের লোকেরা।

বাংলাদেশে হিন্দুরা পালা করে রাত জেগে এলাকা পাহারা দিচ্ছে। যাতে দুষ্কৃতী কোনও ক্ষতি না করতে পারে। জানাচ্ছেন-চিন্তিত হওয়া বাংলাদেশ দেশ থেকে চলে আসা বৃদ্ধ মহেন্দ্র নাথ মন্ডল। তিনি আরও বলছেন, ওদেশে থাকা আত্মীয়রা ফোনে জানিয়েছে যে গ্রামে ওরা থাকে সেখানে হিন্দুরা একজোট হয়েছে। নিজ নিজ পরিবার বাঁচতে কমিটি গঠন করা হয়েছে। প্ৰতি রাতে দুষ্কৃতীদের (কট্টরপন্থী) আটকাতে পালা করে গ্রাম পাহারা দেওয়া হচ্ছে। কিন্তু তাতে কত দিন রোখা সম্ভব। #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন