Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অনেক পুরুষকেও বৈবাহিক নির্যাতনের শিকার হতে হয়। অনেক স্বামীকে মিথ্যা অভিযোগের শিকার হতে হয়। এমনকি অস্বাভাবিক খোরপোশও দাবি করা হয় তাঁদের কাছে। মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন তাঁরা। কিন্তু অনেক সময় আইনি পথেও তাঁরা সুবিচার পাচ্ছেন না।
এমন দাবি করে এবার সুবিচারের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে ‘একম ন্যায় ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। যারা মূলত পীড়িত পুরুষদের হয়ে লড়াই করে। একটি বড় চমক হল এই সংগঠনের প্রতিষ্ঠাতা কিন্তু একজন মহিলাই। তিনিই পুরুষদের জন্য লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছেন।
দীপিকা নারায়ণ ভরদ্বাজ নামে ওই মহিলা জানিয়েছেন, বেঙ্গালুরুতে কর্মরত এক ব্যক্তিকে ডিভোর্স সেটেলমেন্টের জন্য প্রবল চাপ দিয়েছেন তাঁর স্ত্রী ও স্ত্রীর বাড়ির লোকজন। এমনই অভিযোগ।
তাঁর কাছে ৩ কোটি টাকা চাওয়া হয় বলে অতুল সুভাষ নামে ওই ব্যক্তি অভিযোগ করেছেন তাঁর ৪০ পাতার একটি চিঠিতে। সেই সঙ্গে তিনি একটি ভিডিও বার্তায় তাঁর সব কথা বলেছেন।
এরপর তিনি ওই প্রবল চাপ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার পথে হাঁটেন। ৩৪ বছরের ওই ব্যক্তির সঙ্গে অন্যায় হয়েছে। এই দাবি করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই সংগঠন।
এমন পুরুষদের সুরক্ষা সুনিশ্চিত করতে শীর্ষ আদালত পদক্ষেপ করুক এটাই চাইছে ‘একম ন্যায় ফাউন্ডেশন’। ভারতে পুরুষদেরও এমন অত্যাচারের শিকার হওয়ার উদাহরণ নেহাত কম নেই বলেই মনে করেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ।