একটি নয়, দু’টি বাইবেলে হাত রেখে শপথ নেবেন ট্রাম্প, কারণটা বেশ ইন্টারেষ্টিং, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুষ্টিবদ্ধ ডান হাত থাকবে শূন্যে, বাইবেলের উপরে থাকবে বাঁ হাত। সোমবার দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এ ভাবেই শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে একটি নয়, দু’টি বাইবেলের উপর হাত রেখে শপথবাক্য পাঠ করবেন তিনি। কেন জানেন?

ডোনাল্ড ট্রাম্পের ইনঅগরাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দু’টি বাইবেল নিয়ে শপথগ্রহণ করবেন তিনি। ২০১৭ সালেও নিজের শপথ অনুষ্ঠানে দু’টি বাইবেল ব্যবহার করেছিলেন তিনি।

এর মধ্যে একটি বাইবেল ব্যবহার হয়েছিল ১৮৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথে। অন্য বাইবেলটি ট্রাম্পের মায়ের। ১৯৫৫ সালে সেটি মায়ের থেকে উপহার হিসেবে পেয়েছিলেন সেটি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আমেরিকার সংবিধানের সংরক্ষরণ, সুরক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার করেছেন। তাই দুই বাইবেলের উপর হাত রেখে তাঁর শপথগ্রহণ।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

তবে ট্রাম্পই প্রথম নন। আমেরিকার অন্য প্রেসিডেন্টরাও দু’টি বাইবেল নিয়ে শপথ নিয়েছেন অতীতে। এই তালিকায় রয়েছেন হ্যারি এস ট্রুম্যান, উইট ডি আইজ়েনআর, রিচার্ড এম নিক্সন এবং বারাক ওবামা। আমেরিকার রাজনৈতিক নেতাদের কাছে আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেলের গুরুত্ব অপরিসীম।

লাইব্রেরি কংগ্রেসের তথ্য বলছে, আব্রাহাম লিঙ্কনের বাইবেলটির রং বার্গেন্ডি ভেলভেট। ১৬তম প্রেসিডেন্টে আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানে এই বাইবেল ব্যবহৃত হয়েছিল। কারণ ইলিনয় থেকে ওয়াশিংটন পর্যন্ত তাঁর পরিবারের অন্যান্য সামগ্রীর সঙ্গে সেই বাইবেল আর হোয়াইট হাউস পর্যন্ত এসে পৌঁছয়নি।

অন্যদিকে, ট্রাম্পের নিজস্ব বাইবেলটি ১৯৫৩ সালের। সেটি তাঁর মা মেরি অ্যান ম্যাকলিয়ড তাঁকে উপহার দিয়েছিলেন। ১৯৫৫ সালে ৯ বছর বয়সে সানডে স্কুল থেকে পাশ করার পর ট্রাম্প মায়ের থেকে এই উপহার পেয়েছিলেন। বাইবেলের মলাটের উপর তাঁর নাম খোদাই করা রয়েছে। ভিতরে রয়েছে গির্জা কর্তৃপক্ষের সই।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

শপথের সময়ে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সও স্মরণে রাখবেন নিজের পরিবারের ঐতিহ্য। তিনি যে বাইবেলের কপির উপর হাত রেখে শপথ নেবেন সেটি ২০০৩ সালে তাঁর প্রমাতামহী তাঁকে উপহার দিয়েছিলেন। যাকে আদর করে ‘মামা বনি’ বলে ডাকেন ভান্স। সাউথ ক্যারোলাইনাতে প্যারিস আইল্যান্ডে মেরিন কোর রিক্রুট ডিপোতে যাওয়ার আগে এই বাইবেল উপহার পেয়েছিলেন আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্ট।

তবে মার্কিন সংবিধানের কোথাও লেখা নেই, বাইবেলে হাত রেখেই শপথ নিতে হবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে। অধিকাংশই নিজেদের পরিবারের ঐতিহ্য বজায় রেখে সে কাজ করেছেন।

এই ধারা প্রথম শুরু করেন জর্জ ওয়াশিংটন। তার পর থেকে তাঁর উত্তরসূরিরাও বাইবেলের উপর হাত রেখে শপথ নেওয়ার চল শুরু করলেন। ওয়ারেন জি হার্ডিং, উইট ডি আইজ়েনআর, জিমি কার্টার এবং জর্জ এইচ ডব্লিউ বুশ বাইবেল নিয়ে শপথ নিয়েছিলেন।

তাৎপর্যপূর্ণভাবে ১৯৮৫ সালে জন কুইন্সি অ্যাডামস শপথ নিয়েছিলেন একটি আইনের বইয়ের উপর হাত রেখে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যার পর লিন্ডন বি জনসন শপথ নিয়েছিলেন বিদেশে এয়ার ফোর্স ওয়ানে। সে সময়ে হাতের কাছে ছিল রোমান ক্যাথলিক মিসাল। কেনেডির বেডসাইড টেবিলের উপর পড়েছিল এই প্রার্থনার বইটি। সেটিতে হাত রেখেই তড়িঘড়ি শপথ নিয়েছিলেন জনসন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন