একদিনে কমল ২০% দাম, এখন কি কিনে রাখবেন এই IT স্টক? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের শেয়ার বাজারে দুপুর পর্যন্ত শুক্রবার তেমন কোনও টালমাটাল পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। কিন্তু এই বাজারেই ধস দেখা গিয়েছে প্রথমসারির একটি আইটি সংস্থার স্টকে। শুক্রবার বাজার খোলার পর থেকে ২০ শতাংশ নেমে গিয়েছে Cyient-এর স্টকের দাম। ২৪ জানুয়ারি, শুক্রবার এই আইটি সংস্থার স্টকের দাম ১৭ মাসের সর্বনিম্ন স্তর ছুঁয়েছে। এর ফলে কয়েক ঘণ্টায় মুছে গিয়েছে বিনিয়োগকারীদের বহু টাকা।

একদিকে ওই সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টের উপর ভিত্তি করে একাধিক ব্রোকারেজ ফার্ম এই স্টকের টার্গেট প্রাইসে কাটছাঁট করেছে। ডিজিটাল, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি সেগমেন্টে এখন অগ্রগতি কম। সেই কারণেই আগামী অর্থবর্ষে আয়ের উপর তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সংস্থার সিইও আচমকা পদত্যাগ করেছেন। এই দুইয়ের পরেই ধস নেমেছে Cyient-এর স্টকের দামে।

আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত

বৃহস্পতিবার মার্কেট বন্ধের পরে এই সংস্থার রিপোর্ট জমা পড়ে। সেখানে দেখা গিয়েছে, দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকে নেট প্রফিট ৩১.৭ শতাংশ কমে গিয়েছে। ডিজিটাল, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি সেগমেন্ট (DET) থেকে সংস্থার মোট আয়ের ৭৭% আসে। ইয়ার-অন-ইয়ার এর ভিত্তিতে প্রায় ২ শতাংশ কমেছে এ বারের আয়। আয়ের গতি কমলেও, সংস্থাটির হাতে একাধিক অর্ডার এসেছে। DET সেগমেন্টে তৃতীয় ত্রৈমাসিকেই ৩১২.৩ মিলিয়ন ডলার অর্ডার এসেছে। যা গত কোয়ার্টের তুলনায় ১০০ শতাংশ বেশি।

এরই মধ্যে Cyient-এর এগজ়িকিউটিভ ডিরেক্টর এবং সিইও-এর পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্তিকেয়ন নটরাজন। বিশ্লেষকদের মতে, এই ঘটনাতেই বিনিয়োগকারীদের মনে সংস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এরই সঙ্গে একাধিক ব্রোকারেজ ফার্ম চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার আয় আরও কম হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে। সব মিলিয়ে ধস নেমেছে সংস্থার স্টকে।

আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের

আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন