একদিনে মৃত্যু ৬ জনের, আহত ৪০০! জাল্লিকাট্টুর দরুন তামিলনাড়ুতে মারা গেল ষাঁড়ও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ৬ ব্যাক্তির মৃত্যু হল একদিনে! আহত হলেন ৪০০ জনেরও বেশি। তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে জাল্লিকাট্টু প্রতিযোগিতার দরুন ঘটেছে এই দুর্ঘটনাগুলি। সূত্রের খবর, মানুষের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া ২ টি ষাঁড়েরও মৃত্যু ঘটেছে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

জানা গিয়েছে, শিবগঙ্গায় প্রতিযোগিতা চলাকালীন মৃত্যু হয়েছে ১ দর্শক, ষাঁড়ের মালিক এবং খোদ ষাঁড়টির। অপরদিকে মাদুরাইয়ের আলাঙ্গানাল্লুরে ষাঁড়ের গুতোয় গুরুতর জখম হন এক দর্শক।তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

এখানেই শেষ নয়, কারুরে ৬৬ বছর বয়সি ১ দর্শক ষাঁড়ের গুঁতোয় গুরুতর আঘাত পান বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ১৬ জানুয়ারি মাদুরাইয়ে প্রতিযোগিতা দেখতে এসে আহত হন প্রায় ৭০ জন দর্শক। পুডুকোট্টাই জেলায় আহত হয়েছেন প্রতিযোগী সহ ১০ জনেরও বেশি। এছাড়াও ওই একই জেলার অন্য প্রান্তে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন