Bangla News Dunia , Pallab : আসন্ন আগামী ২৫ বছরেই পাল্টে যেতে চলেছে ভারতের সামগ্রিক অবস্থা। অর্থনীতির দিক থেকেও ভারত দ্রুত এগিয়ে যাবে। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট করেছেন যে, ২৫ বছর পর ভারতের অর্থনীতির আকার ১০ গুণ বৃদ্ধি হবে। যার অনেকটাই কৃতিত্ব মোদী সরকারের
আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা
পীযূষ গোয়েল বলেছেন যে, ভারতের উন্নয়নের সফর আগামী ২৫ বছরে দেশের বর্তমান ৩,৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতিকে ৩৫,০০০ বিলিয়ন ডলারে নিয়ে যাবে। মূলত, আমেজিং গোয়া গ্লোবাল বিজনেস সামিট ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময়ে গোয়াল জানান যে, একবিংশ শতক ভারতের হতে চলেছে এবং ৩ বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে।
ভাইব্রেন্ট গোয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, এবং আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। #Short News