‘একবিংশ শতাব্দীর প্রজন্ম দিল্লিতে বিজেপির সুশাসন দেখবে” ! বললেন মোদি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

modi

Bangla News Dunia, Pallab : বিজেপির জয়ে মানুষের মনে উৎসাহ দেখতে পাচ্ছেন তিনি ৷ আপদ দূর হয়ে স্বস্তি পেয়েছে দিল্লিবাসী ৷ “এবার একবিংশ শতাব্দীর প্রজন্ম দিল্লিতে বিজেপির সুশাসন দেখবে”, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘যমুনা মায়ের জয় ধ্বনি দিয়ে বক্তৃতা শুরু করেন তিনি ৷

আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !

27 বছর পর দিল্লি দখল করেছে ভারতীয় জনতা পার্টি ৷ 70টি কেন্দ্রের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 48টিতে ৷ আপের ঝুলিতে এক-তৃতীয়াংশের চেয়ে একটি কম 22টি আসন এবং কংগ্রেস এই নিয়ে তৃতীয় বার কোনও আসনই পায়নি ৷

আরও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

বসন্তে দীপাবলি পালন চলছে গেরুয়া শিবিরে ৷ রাজধানীতে বিপুল জয়ের পর শনিবার সন্ধ্যায় বিজেপির সদর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ বিজেপির এই তিন শীর্ষনেতা আজ এই জয়ের জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

দিল্লিকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ৷ বিহার, অন্ধ্রপ্রদেশের উদাহরণ টেনে দিল্লিবাসীকে আশ্বস্ত করলেন মোদি, এনডিএ মানে সুশাসনের গ্যারান্টি ৷ তিনি বলেন, “আজকের এই ফলাফলই প্রমাণ করে দিচ্ছে যে, বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রতি দেশবাসীর ভরসা কতটা ৷”

আরও পড়ুন : লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে

আরো পড়ুন : কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে কারা লাইনে আছেন, দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন