একেই বলে মরার উপর খাড়ার ঘা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – কথায় আছে না “মরার উপর খাড়ার ঘা ” সত্যি সেটাই কি হচ্ছে । যা দেখা যাচ্ছে তা অনুযায়ী এক কোরনা ভাইরাস এর জেরে সারা দেশ জেরবার , সারা বিশ্ব সংসারে সবাই শুধু  দিন গুনছে কবে এই ভাইরাস থেকে নিস্পত্তি পাবো । কবে যে এর টিকা বা প্রতিষেধক বেরোবে কে জানে । সারা দেশ লক ডাউন, সবাই গৃহ বন্দি , বাচ্চা থেকে বুড়ো সবাই ঘরে বসে । হ্যা  কিছু বীরপুরুষ আছেন যারা এর মধ্যেও যুদ্ধে নেমেছেন , পাড়ার চায়ের দোকানে যেতেই হবে , আড্ডা মারতেই হবে , ক্যারাম না খেললে কি করে চলবে , তাদের মতে এটা তো ছুট্টি তাই ঘরে থাকলে কি করে হবে বলুন ।

[ আরো পড়ুন :- পুরো দেশে ২১ দিনের লক ডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ]

আমরা সবাই কেন যে কিছু বুঝতে পারছিনা কে জানে , আর যারা বেশি জানে তারাই বেশি করে এটা । এতো গেলো আজকের পরিস্থিতি কিন্তু এর উপরে যে খাড়ার ঘা বলে সোনা যাচ্ছে সেটা হচ্ছে ‘হান্টা’ । এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এটা ইঁদুর থেকে ছড়ায় । এই ভাইরাস এ চিনে একজন ইতিমধ্যে মারা গেছেন । এই ভাইরাস ইঁদুরের প্রসাব বা লালা থেকে ছড়ায় । মানুষ থেকে ছড়ায় না ।

[ আরো পড়ুন :- এবার করোনার প্রতিষোধক খুঁজতে মাঠে নামানো হলো সুপার কম্পিউটার ]

একনজরে দেখে নি করোনার ও হান্টার এর উপসর্গ গুলো কি কি —–

কোরনা  – জ্বর , সর্দি , গা ব্যাথা , ডায়ারিয়া , শুকনোকাশি , ক্লান্তি

হান্টা – জ্বর , গা ব্যাথা , ডায়ারিয়া , মাথাব্যাথা, বমি

খুব সাবধানে থাকুন, বাড়িতে থাকুন,সুস্থ থাকুন । সরকার যা বলছে তাই করুন, নিজে কিছু করবেন না প্লিজ ।

[ আরো পড়ুন :- লক ডাউন না মানা নিয়ে দেশবাসীকে কি বার্তা দিলেন অক্ষয় ! দেখুন ভিডিও ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন