Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের হয়রানি কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে পরিবহণ দপ্তর। গতবারের তুলনায় আসন্ন মেলায় ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য বাড়ানো হবে বাস, ভেসেল ও লঞ্চের সংখ্যা। এ ছাড়া হাওড়া, বাবুঘাট ও ধর্মতলা থেকে এক টিকিটেই সাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যাবে পুণ্যার্থীরা। কাকদ্বীপের লট নম্বর আট থেকে ভেসেল ধরার জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না পুণ্যার্থীদের।
সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। শুক্রবার দুপুরে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শনের পাশাপাশি মেলা প্রাঙ্গণের পার্কিং স্পেস এবং কপিল মুনির মন্দির লাগোয়া রাস্তাও ঘুরে দেখেন।
মেলা অফিসে প্রস্তুতি বৈঠক সারেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা–সহ পরিবহণ দপ্তরের আধিকারিকরা। বৈঠকে ভেসেল ও লঞ্চের কর্মচারীদের পাশাপাশি ডাকা হয়েছিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকেও। গত কয়েক বছরের তুলনায় এ বার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জেলা প্রশাসনের অনুমান। সে কথা মাথায় রেখে ২০২৫ সালের গঙ্গাসাগর মেলার পরিবহণ ব্যবস্থার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না পরিবহণ দপ্তরও।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
পরিবহণ দপ্তর সূত্রের খবর, আইটি ইন্টারভেনশনের মাধ্যমে এ বারের মেলার যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। সে দিকে লক্ষ্য রেখেই ‘পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি ডেটাবেস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। জিপিএসের মাধ্যমে মাধ্যমে পুলিশ-প্রশাসন বাস এবং ভেসেলের সঠিক অবস্থান, যাত্রীর সংখ্যা এবং চালকের ফোন নম্বর জানতে পারবে।
ইতিমধ্যেই বাস এবং নদী পথে ভেসেল ও লঞ্চের রুট ম্যাপ তৈরি করার কাজ চালানো হচ্ছে। এই পরিষেবার মাধ্যমে যাত্রীদের ভিড়ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এমনকি ভেসেল চলাচলের সময় নদীর গভীরতাও মাপা সম্ভব হবে।
গত নভেম্বর মাসের শুরু থেকে মুড়িগঙ্গা নদীতে জমা পলি কাটার জন্য ড্রেজ়িংয়ের কাজ চালাচ্ছে সেচ দপ্তর। ফলে এ বছর ২০ ঘণ্টাই ভেসেল চলাচল করতে পারবে বলে আশাবাদী প্রশাসনের কর্তারা। বঙ্কিম হাজরা বলেন, ‘গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে আগে থেকেই সকলকে নিয়ে একটা মিটিং করে নিলাম। সেখানে বাস, ভেসেল ও লঞ্চের সংখ্যা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024