Bangla News Dunia , অমিত : শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের বিকল্প আর কেও নেই, তিনি নিজেই নিজের বিকল্প; তৃণমূল – কংগ্রেস – বামপন্থীরা আগে নিজেদের রাজনৈতিক মতাদর্শ ঠিক করুক তারপরে মোদী মহাশয়ের বিরোধিতা করবে। শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের মতোন আদর্শ ব্যক্তিত্বই ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত ব্যক্তি – টালিগঞ্জ ১১১ নম্বর ওয়ার্ডের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলি মহাশয় এমনকি কথা বললেন।
এর আগেও তিনি বহুবার বলেছেন যে নরেন্দ্র মোদির বিকল্প ভারতে নেই। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উন্নয়নের জন্য কাজ করে , জন সাধারণের উন্নয়নের জন্য কাজ করে। তার নিজের পরিবারের উন্নয়নের জন্য কাজ করে না। তিনি আগেও বলেছেন যে বিজেপির মধ্যেই এই আদর্শ রয়েছে যে নিজের উন্নয়ন নয়, দেশের উন্নয়ন সর্বপ্রথম। কিন্তু তৃণমূল ও কংগ্রেস এই সকল বিরোধী রাজনৈতিক দলগুলি ও তাদের নেতারা নিজেদের উন্নয়নের জন্য কাজ করে, যেমনটা তৃণমূলের একাধিক ছোট-বড় নেতা নিজেদের উন্নয়ন করে আজ জেলে রয়েছেন বা আগামী দিনে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।
টালিগঞ্জ এলাকার স্থানীয় মানুষজনের দাবি তৃণমূল সরকার টালিগঞ্জ এলাকায় উন্নয়নের জন্য তেমন কোনো কাজ করেনি। এমনকি মানুষের দরকারি নিত্যদিনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা গুলি তৃণমূল সরকার দেয়নি। তাদের দাবি , টালিগঞ্জ এলাকার ধনীরা তৃণমূল সরকারের থেকে সুযোগ সুবিধা পেয়েছে। তাই টালিগঞ্জ এলাকার সাধারণ মানুষ বিজেপির দিকে ঝুঁকছে বলেই ওই এলাকার জনসাধারণের মত।
ইতিমধ্যেই টালিগঞ্জ এলাকায় একাধিক মিটিং মিছিল করেছেন বিজেপির প্রার্থী অনির্বান গাঙ্গুলি। যেখানে তিনি সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন। এমনকি টালিগঞ্জ এলাকার ধনী ব্যক্তিও চাইছে যে তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসুক। কারণ রাজ্যের সার্বিক উন্নয়ন হলে সেই উন্নয়নের সুবিধা তারাও পাবে। কারণ তাদের কাছে অর্থের কোন অভাব নেই কিন্তু উন্নতমানের সুযোগ সুবিধা তারা চায় সরকারের থেকে কিন্তু যা তারা রাজ্য সরকারের থেকে পাচ্ছে না। তাই তারা রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপির পাশে থাকতে চাইছে।