এক ধাক্কায় ৩০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি মেট্রোর, মাথায় হাত যাত্রীদের !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভাড়া বাড়ল মেট্রোর (Metro Fare Hike)। হ্যাঁ, কথাটা চমকে দেওয়ার মতো হলেও আপাতত বেঙ্গালুরু মেট্রোতে যাতায়াত করতে অতিরিক্ত অর্থ গুনতে হবে যাত্রীদের। গত 9 ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, মেট্রো রাইডের ক্ষেত্রে সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য সর্বোচ্চ ভাড়া 60 টাকা থেকে বাড়িয়ে 90 টাকা করা হয়েছে। মূলত ফিক্সেশন কমিটির সিদ্ধান্তে এই নতুন মেট্রো ভাড়া ধার্য করেছে বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !

বেঙ্গালুরু মেট্রোর টিকিট মূল্য 30 টাকা বেড়েছে!

বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের নতুন ভাড়া কাঠামো অনুসারে, বর্তমানে 0-2 কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য 10 টাকা দিতে হচ্ছে যাত্রীদের। একইভাবে 2-4 কিলোমিটারের ক্ষেত্রে 20 টাকা, 4-6 কিলোমিটারের ক্ষেত্রে 30 টাকা, 6-8 কিলোমিটার যাত্রার জন্য 40 টাকা, 8-10 কিলোমিটার যাত্রার জন্য 50 টাকা, 10-15 কিলোমিটার যাত্রার ক্ষেত্রে 60 টাকা এবং 15-20 কিলোমিটারের জন্য 70 টাকা সাধারণ ভাড়া ধার্য করা হয়েছে।

তবে F8 ফেয়ার কোডে 20-25 কিলোমিটার পর্যন্ত 80 ও 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য নতুন ভাড়া হিসেবে 90 টাকা ধার্য করা হয়েছে। যা বেঙ্গালুরু মেট্রোর আগের সর্বোচ্চ ভাড়ার থেকে 30 টাকা বেশি। অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারির আগে বেঙ্গালুরু মেট্রোর সর্বোচ্চ ভাড়া ছিল 60 টাকা। বর্তমানে তা 30 টাকা বাড়িয়ে 90 করা হয়েছে। যার জেরে পকেটের ব্যথাটা খানকিটা জেঁকে বসেছে যাত্রীদের।

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৩০০০ টাকা করা হবে, কবে থেকে বাড়বে ?

ছাড় পাবেন স্মার্ট কার্ড হোল্ডাররা

বেঙ্গালুরু মেট্রোর নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, নিত্য অফিস যাত্রী কিংবা পড়ুয়ারা যাদের কাছে নির্দিষ্ট মেট্রো কার্ড রয়েছে মেট্রোর এই নতুন ভাড়ার ওপর তারা বিশেষ ছাড় পাবেন। সূত্র বলছে, সাপ্তাহিক ছুটির দিন এবং জাতীয় ছুটির দিনে স্মার্ট কার্ড ব্যবহারকারীরা 10 শতাংশ ছাড় পেয়ে যাবেন। এছাড়াও নন-পিক আওয়ার্সের সময় নির্দিষ্ট অর্থের ওপর অতিরিক্ত ছাড় পাবেন বেঙ্গলরু মেট্রোর স্মার্ট কার্ড হোল্ডাররা। বলা বাহুল্য, নন-পিক আওয়ার্স অর্থাৎ সকাল 8টা পর্যন্ত, আবার দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং সবশেষে রাত 9টা পর্যন্ত সময়ে স্মার্ট কার্ড গ্রাহকরা ভাড়ার ওপর অতিরিক্ত ছাড় পাবেন।

আরও পড়ুন : ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন