Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। বেতন বৃদ্ধি (Salary Hike) পেল সরকারি কর্মীদের। বছরের শেষ পর্বে নতুন করে সুখবর শোনালো সরকার। এক ধাক্কায় তিন হাজার টাকা বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) নতুন করে নোটিশ জারি হয়েছে রাজ্য সরকারের তরফে। এই বিজ্ঞপ্তি থেকেই বোঝা যায় কোন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেল। আপনিও যদি এখনো এই নতুন নোটিশ না জেনে থাকেন, তাহলে আজকে অবশ্যই নজর রাখুন এই প্রতিবেদনে।
Government Employees Salary Hike 2024
মাঝেমধ্যেই সরকারি কর্মীদের সুখবর শোনায় রাজ্য সরকার। কখনো ভাতা বৃদ্ধি তো কখনো বেতন বৃদ্ধির সিদ্ধান্তে রীতিমত আনন্দিত হয়ে ওঠেন রাজ্য সরকারি কর্মীরা। আর এবার রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে, একধাক্কায় তিন হাজার টাকা বেতন বেড়ে গেল রাজ্যের এই কর্মীদের। ২৭ নভেম্বর, ২০২৪-এ, রাজ্য সরকার এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স (ESI) প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য দারুণ সুখবরটি সামনে এলো। আর এই সিদ্ধান্তের পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকারের এই পদক্ষেপকে কর্মচারী ও শ্রমিক সংগঠনগুলিও স্বাগত জানিয়েছে।
কাদের বেতন ৩০০০ টাকা বাড়িয়েছে সরকার?
গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো সরকারের তরফে। ইতিমধ্যে সরকার কর্তৃক জারি করা নোটিশে, এই কর্মীদের মাসিক বেতন একেবারে ৩০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই সকল কর্মী দের বেতন হয়েছে বর্তমানে ১২,০০০ টাকা থেকে একলাফে ১৫,০০০ টাকা। সরকারি সিদ্ধান্ত থেকে জানা যায়, এই সকল কর্মীরা নভেম্বরের বেতনে তাঁদের বর্ধিত পরিমাণ পেতে চলেছেন।
এই কর্মীরা আসলে কিছুদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন, রাজ্য সরকারের কাছেও বারবার আবেদন জানিয়েছিলেন। অবশেষে বছরের প্রায় শেষ পর্বে পৌঁছে তাঁদের দিকে ফিরে তাকাল রাজ্য সরকার। এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তে ইএসআই প্রতিষ্ঠানের ৮১৮ গ্রুপ ডি কর্মী সরাসরি উপকার পাবেন বলে জানানো হয়েছে। ইএসআই প্রতিষ্ঠানে কর্মরত ৮১৮ জন কর্মচারী এই বৃদ্ধি থেকে উপকৃত হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট সেক্টরে কর্মরত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই রাজ্যের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মীদের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেমন, সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ দাবি পূরণ করছে না সরকার। আর সেই কারণে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাঁরা বারংবার দাবি তুলছেন কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি ও বকেয়া ডিএর জন্য। কিন্তু সরকার সে দাবি অগ্রাহ্য করে চলছে। আপাতত রাজ্য সরকারি কর্মীদের ভরসা সুপ্রিম কোর্টের ওপর। আগামী বছরের শুরুর দিকে সুপ্রিম কোর্টে হতে পারে ডিএ মামলার শুনানি। এখন দেখা যাক এই শুনানির পর আদৌ সরকারি কর্মীরা উপকৃত হন নাকি।
এদিকে, কেন্দ্রীয় সরকার চলতি বছর সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে দুবার। প্রথমবার ৪ শতাংশ আর পরেরবার ৩ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে। আর সেই সিদ্ধান্তের পর সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ক্রমশ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ব্যবধান। তাই রাজ্য সরকারি কর্মীরা আশায় আছেন কবে ডিএ নিয়ে সুখবর শুনবেন তাঁরা।
আরো পড়ুন:– এবার নর্থ সিকিম বেড়াতে যাওয়া যাবে? কবে থেকে? জেনে নিন জরুরি তথ্য
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
কলকাতা পুলিশের সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি: আবেদনের যোগ্যতা জানুন👇🏻https://t.co/z6HAmVXF39
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাশে আবেদন, জানুন বিস্তারিত👇🏻https://t.co/1BJgVjOhpA
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
নতুন PAN কার্ড আসছে! কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, কী হবে পুরনোটার ভবিষ্যৎ?👇🏻https://t.co/Xp0qkgNPF7
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম
আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’
আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর