এক নিমেষে হোয়াটসঅ্যাপেও ChatGPT, ফ্রি পরিষেবা পেতে ডায়াল করুন এই নম্বরে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বার হোয়াটসঅ্যাপেও ওপেনএআই। সোশ্যাল মেসেজিং অ্যাপের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন। চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ খুলে গেল হোয়াটসঅ্যাপে। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এখন থেকে মিলবে OpenAI-এর ChatGPT। বিনামূল্যেই ব্যবহার করা যাবে এই সুবিধা। হোয়াটসঅ্যাপে ব্যবহারের জন্য মেটার নিজস্ব বিনামূল্যের এআই চ্যাটবট রয়েছে। তারপরেও চ্যাটজিপিটিকে জুড়ে দেওয়ার সিদ্ধান্তে রয়েছে চমক।

চ্যাটজিপিটি-যাতে সর্বত্র ব্যবহার করা যায় তার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে ওপেনএআই। বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলি লঞ্চ করা হচ্ছে। সেই তালিকাতেই সংযোজন হোয়াটসঅ্যাপ।

ওপেনএআই হোয়াটসঅ্যাপে নিয়ে এসেছে চ্যাটবট। মার্কিন নম্বর ১-১৮০০-২৪২-৮৪৭৮ ব্যবহার করে অ্যাক্টিভেট করা যাবে এই চ্যাটবট। এই নম্বরেই ফোনও করা যাবে চ্যাটবটকে। তবে আপাতত মাসে মাত্র ১৫ মিনিটের জন্য ফোন করা যাবে। ওপেনএআই-এর তরফে স্পষ্ট করা হয়েছে, চ্যাটজিপিটি নিজে থেকে কখনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে মেসেজ বা ফোনকলে কথা বলবে না।

এখনও পর্যন্ত শুধুমাত্র আমেরিকা ও কানাডা এলাকায় ফোন কলের পরিষেবা দিয়েছে চ্যাটজিপিটি। তবে চ্যাটবটের পরিষেবা সর্বত্র পাওয়া যাবে। ভারত থেকেও ওই নম্বরে চ্যাট করা যাবে। তবে অগুন্তি মেসেজ করা যাবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক মেসেজ করা যাবে। প্রতিদিনের ঊর্ধ্বসীমা শেষ হয়ে গেলে সংস্থা থেকেই জানিয়ে দেবে।

চ্যাটজিপিটির তরফ থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটবট পরিষেবায় বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ওপেনএআই-এর তরফে বলা হয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে শুধুমাত্র টেক্সট চ্যাট করা যাবে। তবে শীঘ্রই চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহার করে এই পরিষেবার আরও নানা দিক ব্যবহার করা যাবে। যেমন ইমেজ চ্যাট, মেমোরি লগ ব্যবহার করা যাবে অদূর ভবিষ্যতে। হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপে চ্যাটজিপিটিকেও অ্যাড করা যাবে।

আরও নানা জায়গায়, সবার কাছে ChatGPT-এর সুবিধা পৌঁছে দেওয়ার জন্য রাস্তা খুঁজছে OpenAI। ইতিমধ্যেই অ্যাপলের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে ওপেনএআই। ম্যাকবুক, আইফোন এবং অন্য অ্যাপল ডিভাইসে iOS 18.2 আপডেট থাকলে সেখানে চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য ওই চুক্তি সাক্ষর হয়েছে।

যাঁরা চ্যাটজিপিটির বিশেষ সাবস্ক্রিপশন ব্যবহার করেন, তাঁদের জন্য ওপেনএআই বিশেষ ভিডিও জেনারেশন টুল Sora AI-ও ব্যবহার করার সুযোগ এনেছে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন