‘এক প্লেটে তিনটে পরোটা…’, বাংলাদেশের সৌজন্যে ক্রিকেটে এ বার ‘ভাইরাল রাজুদা’, ঘটনা কি? জানতে পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-‘এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচালঙ্কা, ৩০ টাকা।’ নেট নাগরিকদের অধিকাংশের কাছে এই ডায়লগ এখন পরিচিত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরোটা বিক্রেতা রাজু, সোশ্যাল মিডিয়ায় যিনি পরিচিত রাজুদা নামে। সেই রাজুদার জনপ্রিয় ডায়লগ এবার আন্তর্জাতিক ম্যাচে। সৌজন্যে বাংলাদেশের ব্যাটার জাকের আলি।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলছে বাংলাদেশ। কিংসটনে এই ম্যাচটা বাংলাদেশ জিতেছে ১০১ রানে। এটা বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস। বিশেষ করে বাংলাদেশের বোলিং দাপট দেখিয়েছে পুরো ম্যাচে। ব্যাটিং হোক বা বোলিং সব বিভাগেই বাংলাদেশ এগিয়ে থেকেছে। সেখানেই এল রাজুদার প্রসঙ্গ।

 

আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে

ঘটনাটি কী?

টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে ৯১ রান করেন জাকের আলি। প্রথম ইনিংসে তিনি মাত্র ১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে তাঁর কামব্যাক প্রশংসিত হয়েছে। এরপর ফিল্ডিং করার সময় তাঁকে বলতে শোনা যায়, ‘তিনটে পরোটা, আনলিমিটেজ সবজি।’ এই কথাটা তিনি একাধিকবার বলেন। সেই সময় ব্যাটিং করছিলেন কার্লোস ব্রেথওয়েট ও কেসি কার্টি। বারবার একই শব্দ শুনে তাঁরাও খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান। ভাষা আলাদা হওয়ায় যা সমস্যা হয় আর কী। বিপক্ষের ফোকাস নাড়িয়ে দিতে জাকের আলি ভাইরাল রাজুদার ডায়লগ ব্যবহার করলেন।

ম্যাচের ছবি

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রান করে। শাদমান ইসলাম বাদে আর কেউ রান পাননি। জবাবে রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ় মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। কম রানে তাদের আটকে রাখার পিছনে অন্যতম নাম হচ্ছে নাহিদ রানা। তিনি ৫ উইকেট নেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬৮ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ় মাত্র ১৮৫ রান করতে পারে। বাংলাদেশ জেতে ১০১ রানে।

 

আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন

আরো পড়ুন: সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন