Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিভিন্ন হেভিওয়েট সংস্থা যা পারেনি, গত এক মাসে তা করে দেখিয়েছে একটি স্মল ক্যাপ স্টক। ডিফেন্স সেক্টরের সঙ্গে যুক্ত ওই সংস্থার স্টকের রকেট গতিতে উত্থান হচ্ছে শেয়ার মার্কেটে। দুরন্ত স্টক পারফরম্যান্সের মাধ্যমেই লগ্নিকারীদের নজরে রয়েছে অ্যাপোলো মাইক্রো সিস্টেমস। গত এক মাসে এই সংস্থার স্টকের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। সোমবার বাজার বন্ধের সময় সময় সাড়ে ১৩ শতাংশ বেড়ে এই স্মল ক্যাপ স্টকের দাম হয়েছে ১৪৯ টাকা। যদিও সোমবার বেলা ২টো নাগাদ অ্যাপোলো মাইক্রো সিস্টেমের স্টকের দাম ২০ শতাংশের বেশি বেড়ে ১৫৫ টাকায় পৌঁছে গিয়েছিল। যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?
১৯৮৫ সালে হায়দরাবাদে পথচলা শুরু হয় অ্যাপোলো মাইক্রো সিস্টেমস-এর। ইলেকট্রনিক্স, ইলেকট্রো-মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং ডিজ়াইনের পাশাপাশি ওই জাতীয় পণ্যের উৎপাদন এবং সরবরাহের কাজ করে তারা। এরোস্পেস, ডিফেন্স, স্পেস এবং হোমল্যান্ড সিকিরিটিজ়ের কাজে জড়িয়ে রয়েছে এই সংস্থা। বিভিন্ন বেসরকারি সংস্থাকে পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বিভিন্ন পাবলিক সেক্টর সংস্থাকেও পরিষেবা দেয় তারা। ভারত ইলেকট্রনিক্স, ভারত ডায়নামিক্স, হিন্দুস্তান এরোনটিক্স, লারসেন অ্যান্ড টুব্রো, ভারত ফর্জ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইসরোর মতো সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে এই সংস্থার। ডিসেম্বর মাসেই ভারত ইলেকট্রনিক্সের থেকে ২১.৪২ কোটি টাকার কাজের বরাত পেয়েছে তারা। ২০২৫ সালের জানুয়ারি মাসে ডিআরডিও-র থেকে ৬.১৪ কোটি টাকার অর্ডার পেয়েছে। এর পর জানুয়ারির প্রথম সপ্তাহেই দাম বাড়তে শুরু করেছিল। ২০ জানুয়ারি গত এক বছরের মধ্যে সবথেকে বেশি দাম হয়েছে এই সংস্থার শেয়ারের।
ভারতের ডিফেন্সে সেক্টরের গ্রোথ নিয়ে আশাবাদী বাজার বিশেষজ্ঞরা। আগামী কয়েক বছরে এই সেক্টরে আরও বৃদ্ধির পূর্বাভাস রয়েছে বিশেষজ্ঞদের। দিন কয়েক পরই রয়েছে কেন্দ্রীয় বাজেট। তাতে ডিফেন্স সেক্টরে অর্থ বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বরাদ্দ বৃদ্ধির জেরে অদূর ভবিষ্যতে এই সেক্টরের স্টকের দাম আরও বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। প্রতি বছর এই সেক্টরের গ্রোথ ১৩ শতাংশ করে হতে পারে বলে আশা। তাই এই স্মল ক্যাপ সংস্থার স্টক থেকে ভবিষ্যতেও মিলতে পারে আকর্ষণীয় রিটার্ন।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)