এক সপ্তাহে তিনবার, ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি একাধিক স্কুল

By Bangla News Dunia Dinesh

Published on:

school teacher

 

Bangla News Dunia, দীনেশ :- এক সপ্তাহে তিনবার। ফের বোমাতঙ্ক ছড়াল দিল্লির (Delhi) একাধিক স্কুলে। শনিবার সকালেও রাজধানীর একাধিক স্কুলে বার্তা দেওয়া হয়, বোমা (Bomb Threat) রাখা আছে স্কুল চত্বরে। খবর পেয়ে স্কুলগুলিতে তল্লাশি শুরু করে পুলিশ।

আরো পড়ুন :- ডিজিটাল গ্রেফতারির ভয়ে কাঁপছে বিশ্ব, সাইবার বিশেষজ্ঞের থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন

দিল্লি দমকল বিভাগ সূত্রে খবর, এদিন সকাল ৬টা ১০মিনিট নাগাদ আর কে পুরম এলাকার একটি নামী স্কুলে বোমা রাখা আছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে তল্লাশি শুরু হয়। এছাড়াও বসন্ত কুঞ্জেও একটি স্কুলে বোমা রাখার খবর ছড়ায়। তারপরই দমকল এবং পুলিশ সেখানে পৌঁছায়। স্কুলগুলোতে যায় ডগ স্কোয়াডও। এখনও পর্যন্ত স্কুলে বোমা বা সে জাতীয় কিছু মেলেনি বলে সূত্রের খবর।

আরো পড়ুন :- সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

এর আগে শুক্রবারও দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা আছে বলে আতঙ্ক ছড়ায়। তার আগে সোমবারও একইভাবে দিল্লির ৪০টি স্কুলে বোমা রাখার খবর আসে। খবর ভুয়ো হলেও বারবার এমন খবরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গতকাল ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন