Bangla News Dunia, দীনেশ : আগামী কাল প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের আগে আকাশে গ্রহদের প্যারেড! আজ শনিবার রাতে বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকুন আপনিও। অল্প সময়ের জন্য নয়, তিন ঘণ্টা স্থায়ী থাকবে গ্রহদের প্যারেড। সূর্যাস্তের ৪৫ মিনিট পর থেকে এক সারিতে রয়েছে ৬ গ্রহ। এটা বিশেষ মুহূর্তকে বলা হয় ‘প্ল্যানেটরি প্যারেড (Planetary Parade)।’
আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?
আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি
কোন কোন গ্রহকে দেখা যাবে এক রেখায়? নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, সূর্যাস্তের ৪৫ মিনিট পর থেকে বৃহস্পতি, মঙ্গল, শুক্র এবং শনিকে দেখা যাবে খালি চোখেই। নেপচুন ও ইউরেনাসকে দেখা যাবে আকাশ যদি খুব পরিষ্কার থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিমে শুক্র ও শনিকে দেখা যাবে। মাথার ওপরে জ্বলজ্বল করবে বৃহস্পতি। পূর্বে দেখা যাবে মঙ্গলগ্রহকে। এই সব গ্রহের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দেখাবে শুক্রকে। ভারতের (India) প্রায় সব প্রান্ত থেকেই এই ‘প্ল্যানেটরি প্যারেড’ দেখা যাবে।
আরো পড়ুন :- নকল সূর্য বানিয়ে চমকাল চিন
আরো পড়ুন :- ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করুন, মাসে আয় ৫০,০০০ টাকা ! দেখুন স্বল্প বিনিয়োগের ৫টি ব্যবসা