এখনই অংশ নিন কুইজে, জিতুন নগদ ১ লক্ষ টাকা ও PM মোদীর সঙ্গে সাক্ষাৎ-এর সুযোগ

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে National Youth Festival 2025। যারা কুইজ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পছন্দ করেন তাদের জন্য এই অনুষ্ঠানটি দুর্দান্ত সুযোগ। 

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত Viksit Bharat Quiz প্রতিযোগিতা আপনাকে দিতে পারে একটি বড় সুযোগ। এই প্রতিযোগিতা National Youth Festival 2025-এর একটি অংশ। আগামী ১১ ও ১২ জানুয়ারি নয়া দিল্লীর Bharat Mandapam-এ অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় সেরা পারফর্মার হিসেবে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার জেতার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সুযোগও মিলতে পারে।

কিভাবে Viksit Bharat Quiz-এ অংশগ্রহণ করবেন?

এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ কর-

  • প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রথমে MyGov পোর্টাল (mygov.in) -এ লগইন করতে হবে,
  • এবার Viksit Bharat Quiz চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে হবে, 
  • প্রথম পর্বের বিজয়ীরা দ্বিতীয় পর্বে প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, 
  • শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতা শুরু হয়েছে- ২৫ নভেম্বর, ২০২৪ 

প্রতিযোগিতা শেষ হবে- ৫ ডিসেম্বর, ২০২৪ 

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

কোন কোন ভাষায় অংশগ্রহণ করা যাবে?

এই প্রতিযোগিতা মূলত ১২ টি ভাষায় আয়োজিত হবে, যা অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ সুবিধাজনক। সেই ভাষাগুলি হল- বাংলা, হিন্দি, গুজরাটি, ইংরেজি, অসমীয়া, মারাঠি, কন্নড়, তামিল, পাঞ্জাবি, তেলেগু, উড়িয়া এবং মালায়ালাম।

কুইজের গঠন এবং সময়সীমা

এই কুইজ প্রতিযোগিতাটিতে- 

  • মোট ১০ টি প্রশ্ন থাকবে 
  • প্রতিযোগীদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ৩০০ সেকেন্ডের মধ্যে।

প্রতিযোগিতার জন্য শর্তাবলী ও যোগ্যতা 

যোগ্যতা

  • শুধুমাত্র এখানে ভারতীয় নাগরিকরা অংশগ্রহণ করতে পারবে, 
  • অংশগ্রহণকারীর বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। 

প্রতিযোগিতা নিয়মাবলী 

  • একজন প্রতিযোগী শুধুমাত্র একবার অংশ নিতে পারবেন, 
  • একবার এন্ট্রি হয়ে গেলে তা প্রত্যাহার করা যাবে না, 
  • যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক প্রয়োজন অনুযায়ী শর্তাবলী পরিবর্তন বা প্রতিযোগিতা বাতিল করতে পারে। 
  • প্রতিযোগিতার সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে 
  • বিজয়ীদের নাম ঘোষনার পর MyGov (mygov.in) -এ প্রোফাইলে ব্যাংকের তথ্য আপডেট করতে হবে।

বিজয়ীদের জন্য পুরস্কার

  • সেরা পারফর্মার: ১ লক্ষ টাকা নগদ পুরস্কার,
  • দ্বিতীয় স্থান: ৭৫,০০০ টাকা নগদ পুরস্কার,
  • তৃতীয় স্থান: ৫০,০০০ টাকা নগদ পুরস্কার,
  • পরবর্তী শীর্ষ ১০০ জন অংশগ্রহণকারী: প্রত্যেকে ২০০০ টাকা করে পুরস্কার,
  • পরবর্তী শীর্ষ ২০০ জন অংশগ্রহণকারী: প্রত্যেকে ১০০০ টাকা করে পুরস্কার,

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি জমা দিতে হবে-

  • নাম 
  • ইমেইল আইডি 
  • মোবাইল নাম্বার 
  • ঠিকানা 

 

সতর্কতা 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে সমস্ত নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে নিতে হবে। প্রতিযোগিতার সময় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সমস্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

তাই আপনার বয়স যদি ১৫ থেকে ২৯ বছরের মধ্যে হয়, তাহলে আপনি নিজের জ্ঞান যাচাই করতে আর দেরি না করে আজই এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন