এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছরে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবলে প্রথম সারির যে কোনও ব্র্যান্ডই বেছে নিতে পারেন। অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, অপো, শাওমি, পোকোর মতো ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন রয়েছে বাজারে। নিজের বাজেট অনুযায়ী আপনি খুঁজতে পারেন স্মার্টফোন। এ সপ্তাহেই যদি ফোন কেনার কথা ভাবেন, তাহলে নিম্নলিখিত কয়েকটি স্মার্টফোন এখনই কিনবেন না। কারণ কয়েক সপ্তাহের মধ্যে এই ফোনগুলির দাম কমার সম্ভাবনা প্রবল। আপনি যদি এখন এই ফোনগুলি কেনেন, তাহলে বেশি খরচ করতে হবে। কিন্তু যদি কিছুদিন অপেক্ষা করতে পারেন, তাহলে এই ফোনই পেতে পারেন তুলনায় সস্তা দামে। দেখে এই তালিকায় কোন কোন স্মার্টফোন রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা: স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজ়ের ফোনগুলির মধ্যে অন্যতম। স্টাইল থেকে ফিচার সবক্ষেত্রেই এগিয়ে থাকা এই স্মার্টফোন এখন কিনলে খরচ হবে লক্ষাধিক টাকা। কিন্তু দিন কয়েক পরই ভারতের বাজারে লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। এই ফোন বাজারে আসার পর এস২৪ আল্ট্রার দাম অনেকটা কমে যাবে বলে আশা বিশেষজ্ঞদের। তাই কিছু দিন অপেক্ষা করলে এখনকার থেকে অনেক কম দামে পেয়ে যাবেন এই ফোন।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

আইফোন এসই ৩: অ্যাপলের এই স্মার্টফোন কেনার জন্য মনস্থির করলেও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি অ্যাপলের শেষ স্মার্টফোন যাতে হোম বাটন রয়েছে। বিভিন্ন টেক জার্নালের খবর অনুযায়ী, আইফোন এসই ৪ খুব শীঘ্রই লঞ্চ করতে পারে। সেই ফোন লঞ্চ করলেই আইফোন এসই ৩-এর দাম অনেকটা কমে যাবে।

পোকো এক্স৬ প্রো: পোকোর এই ফোন এক বছর আগে লঞ্চ করেছিল। মাঝারি রেঞ্জের দামের এই ফোনের পারফরম্যান্সও বেশ ভালো। ৯ জানুয়ারি দেশের বাজারে লঞ্চ করবে পোকো এক্স৭ প্রো। তা লঞ্চের পর পোকো এক্স৬ প্রো-এর দাম অনেকটা কমে যাবে।

ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর: ওয়ানপ্লাসের এই ২টি স্মার্টফোন কেনার কথা ভাবলেও দিন কয়েক অপেক্ষা করে যান। ৭ জানুয়ারি ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর স্মার্টফোন লঞ্চ করবে। তার পর এই দু’টি স্মার্টফোন এখনকার দামের থেকে কিছুটা সস্তা হবে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন