এতো মহা সংকটেও কিছু ভালো খবর যা জানা উচিৎ আমাদের সবার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- সারা বিশ্ব যখন কোরোনাকে কি করে থামাবে ও তার থেকে রেহাই পাবে তখনি কিছু সুখবর পাওয়া যাচ্ছে যা শুনে সত্যি খুব ভালো লাগছে এবং একটা সস্থি পাওয়া যাচ্ছে । আর এই খবর গুলো অন্ধকারের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে ।

১. চীনের উহান প্রদেশ এ করোনা ভাইরাস এর সূত্রপাত হইয়াছিল যা পরে মহামারী আকারে দেখা দেয় সারা বিশ্বে । এখন উহান মৃত্যু প্রায় হচ্ছে না বললেই চলে । করোনা ভাইরাস এ প্রায় সকলেই সুস্থ হচ্ছে আস্তে আস্তে ।

[আরো পড়ুন : করোনা ভাইরাস নিয়ে বার্তা দিয়ে ভিডিও পোস্ট করলেন নুসরত ]

২. চিনে ১০৩ বছরের এক বৃদ্ধা ৬ দিন চিকিৎসার পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন যা একটা সাফল্যের খবর বলা চলে ।

৩. দক্ষিণ কোরিয়া নতুন করে কোরোনার আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যাই নি ।

৪. ইউরোপের সমস্ত দেশের মধ্যে ইতালি তে বয়স্ক মানুষ সবচেয়ে বেশি বলে এখানে কোরোনা প্রচুর পরিমানে বেড়েগেছে ।

[ আরো পড়ুন : পরের সপ্তাহ টাই বেশি ভাইটাল তাই সাবধান থাকুন বলছেন ডাঃ পল্লব বসুমল্লিক ]

৫. যে কোনো মুহূর্তে ইজরাইল থেকে চীন এমনকি আমরাও কোরোনার প্রতিষেধক আবিষ্কার করে ফেলতে পারবো । গবেষণা অনেক টাই এগিয়ে গেছে ।

৬. আমাদের দেশে আকান্ত্র দেড় মধ্যে ১৪জন কে সুস্থ করে তোলা গেছে । বিশ্বে করোনা আকান্ত্র হয়েও প্রচুর মানুষ তারা সুস্থ হয়ে উঠেছেন ।

৭. আমাদের দেশ ভারত বর্ষ প্রায় প্রতিটি শহর কাল থেকে ৩১সে মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছে। যার অর্ডার আজ অর্থাৎ ২২-০৩-২০২০ বিকালের মধ্যেই প্রকাশিত হবে ।

তাই সবাই কে অনুরোধ দয়া  করে নিজের খেয়াল রাখুন ও সুস্থ থাকুন, অযথা আতংকিত হবেন না বা কেউ কে করবেন না ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন