Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এবার করোনা থাবা বসালো ক্রিকেট মাঠে , বাতিল হয়ে গেলো ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ম্যাচ । আগেই ধর্মশালার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়েছিল । শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল, ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হচ্ছে এবছর এর আইপিএল। তার পরেই বোর্ড জানিয়ে দেয়, ভারত ও দক্ষিণ আফ্রিকার বাকি একদিনের ম্যাচ গুলিও বাতিল করে দেওয়া হচ্ছে।
[ আরো পড়ুন :- BCCI – এর সিদ্ধান্তে পিছিয়ে গেলো IPL . তবে কবে হচ্ছে IPL ]
কিন্তু আগে ঠিক হয়েছিল করোনা থেকে বাচঁতে দর্শক শুন্য গ্যালারি অবস্থায় বাকি ক্রিকেট ম্যাচ গুলি হবে । এরপর পুরোপরি বাতিল হলো বাকি খেলাগুলি । এদিকে নোবেল করোনার প্রকোপ বাড়ার জন্য বিদেশেও একেরপর এক টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হচ্ছে । বিভিন্ন দেশের বিখ্যাত ফুটবল লীগ গুলিও আপাতত বন্ধ রাখা হয়েছে । এবার এর এফেক্ট এলো ভারতে ।
ইডেন গার্ডেন্সের ১৮ মার্চের ম্যাচের জন্য টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছিল। ক্লাবগুলোকেও টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে টিকিট বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে। এ বার ম্যাচই বাতিল করে দেওয়া হল। সারা বিশ্বে নানা ক্ষেত্রে করোনার প্রভাব ভয়াবহ আকার নিচ্ছে ।