এবার গৃহ ঋণের সুদ কমালো রিজার্ভ ব্যাঙ্ক।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- আপনি যদি গৃহ ঋণ নিয়ে থাকেন তবে আপনার জন্য সুখবর অথবা আপনি যদি গৃহ ঋণ নেবেন ভাবছেন তাহলে এখনি আপনার জন্য সঠিক সময়। মূলত রিজার্ভ ব্যাঙ্ক গৃহ ঋণের সুদ কমালো। আগে আপনাকে গৃহ ঋণের উপর ৭.৯% দিতে হত। কিন্তু বর্তমান সময়ে আপনাকে। ০.৫% কম সুদ দিতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষনার পর সাধারণ মানুষকে গৃহ ঋণের উপর ৭.৮৫% সুদ দিতে হবে।

এছাড়া স্বল্প মেয়াদি আমানতে সুদ কমালো স্টেট ব্যাঙ্ক অথাৎ FD তে কমলো সুদ। আগে ৪৬ থেকে ১৭৯ দিনের এফ ডি তে সুদ ছিল ৫.৮% এখন তা হলো ৫.৫% আর ১৮০ দিন থেকে ১ বছরের সুদ ছিল ৬% তা হলো ৫.৮% আর ১ বছর থেকে ১০ বছরের সুদ ছিল ৬.১% এখন তা হলো ৬% .

[ আরো পড়ুন :- খাস কলকাতায় নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ চার বন্ধুর বিরুদ্ধে। ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন