Bangla News Dunia, দীনেশ :- অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুমালা তিরুপতি মন্দিরে লাড্ডু প্রসাদে ‘ভেজাল ঘি’র ব্যবহার নিয়ে ক্ষুব্ধ দেশবাসী ৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই ৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা ফিল্ম তারকা পবন কল্যাণ 20 সেপ্টেম্বর প্রসাদে পশুর চর্বি মেশানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি জানান, শুদ্ধিকরণের জন্য 11 দিনের উপোস রাখবেন ৷ এই ঘটনায় মুখ খোলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজও ৷ তিনি বিষয়টিকে জাতীয় ইস্যু না বানিয়ে সমস্যা সমাধানের নিদান দেন ৷ এই কথাতেই ক্ষেপে যান পবন কল্যাণ ৷
বিতর্কের শুরু যে পোস্ট থেকে…
পবন বলেন, “তিরুপতি বালাজি মন্দিরের প্রসাদে শুয়োরের চর্বি, মাছের তেল মেশানোর ঘটনায় আমরা বিব্রত ৷ টিটিডি বোর্ডকে পুরো ঘটনার জবাবদিহি করতে হবে ৷ আমাদের সকলকে মিলে সনাতন ধর্মের অবমাননা বন্ধ করতে হবে ৷” এই ঘটনার পর প্রকাশ রাজ এক্স হ্যান্ডেলে লেখেন, “এটা এমন একটা রাজ্যে ঘটেছে যেখানে আপনি উপমুখ্যমন্ত্রী ৷ দয়া করে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করুন ৷ এটাকে জাতীয় ইস্যু বানানোর প্রয়োজন নেই ৷ আমাদের দেশে এমনতিতেই সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে ৷”
এই পোস্টের পরই মেজাজ হারান উপমুখ্যমন্ত্রী ৷ তিনি প্রকাশ রাজের বিরুদ্ধে কোনও ধর্মকে আক্রমণ করার অভিযোগ তোলেন ৷ পবনের সাংবাদিক সম্মেলন দেখে মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ফের বার্তা দেন প্রকাশ রাজ ৷ তিনি বলেন, “প্রিয় পবন কল্যাণ ৷ আমি তোমার সাংবাদিক সম্মেলন দেখেছি ৷ আমি অবাক হলাম, তুমি আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছো দেখে ৷ আমি বর্তমানে বিদেশে শুটিং করছি ৷ তবে ফিরে এলে তোমার প্রশ্নের উত্তর দেব। ইতিমধ্যে, আমি তোমাকে আমার এক্স হ্যান্ডেলে করা মন্তব্য আবারও পড়ার অনুরোধ করছি।”
এই ঘটনায় ইতিমধ্যেই পবন কল্যাণ তাঁর বিবৃতিতে বিতর্কমূলক কথা বলেছেন তাঁদের সমালোচনা করেছেন। তিনি জনগণকে ধর্মীয় অনুভূতি নিয়ে ঠাট্টা না করার অনুরোধ জানান। সনাতন ধর্ম এবং হিন্দু দেব-দেবীদের উপর আক্রমণের প্রতিক্রিয়ায়, অভিনেতা-রাজনীতিবিদ প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ অন্য ধর্ম সম্পর্কেও একই রকম ঠাট্টা করার সাহস করবেন কি না। তিনি সনাতন ধর্ম রক্ষায় একটি বোর্ড গঠনেরও দাবি জানান।
আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে
#End