এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সিলেবাসে বদল আনতে চলেছে সংসদ

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আরও সহজ করতে চলেছে শিক্ষা দপ্তর। এবার সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা করতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে। জাতীয় শিক্ষানীতি মেনেই এই পরিকল্পনা বলে সংসদ সূত্রে খবর।

আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা

জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে মোট চারটি সিমেস্টারে ভাগ করেছে শিক্ষা সংসদ। এই অথা আগেইও ঘোষণা করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বার যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই সিমেস্টার পদ্ধতিতেই একাদশ এবং দ্বাদশের পরীক্ষা দেবে। এর জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি। এখন থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সিমেস্টারে পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা। একাদশে দু’টি সিমেস্টার নেবে স্কুল। দ্বাদশ শ্রেণির দু’টি সিমেস্টার নেবে সংসদ। শেষের দুটি সেমিস্টারের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে। তাই পড়ুয়াদের কাছে পরীক্ষা, সিলেবাস আরও সহজ করতে সিলেবাস পরিমার্জন করছে সংসদ। পরিবর্তিত সিলেবাস জানুয়ারি মাসে প্রকাশ্যে আনবে সংসদ।

আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন

আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন