Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সূর্যের উপরিস্তরের উত্তাপ মোটামুটি সাড়ে ৫ হাজার ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের একদম মধ্যে সর্বোচ্চ পারদ হল দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। চিন এমন এক সূর্য তৈরি করল যা তার চেয়েও অনেক বেশি উত্তাপ তৈরি করল।
চিনের এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকাম্যাক বা ইএএসটি নামে একটি নিউক্লিয়ার ফিউশন এনার্জি রিয়াক্টর এমন এক পারমাণবিক ফিউশন তৈরি করেছে যা ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস উত্তাপ তৈরি করল।
চিনের এই ইস্ট-কেই বলা হচ্ছে চিনের কৃত্রিম সূর্য। যা সূর্যের চেয়েও বেশি উত্তাপের জন্ম দিতে পারল। প্রায় ১ হাজার সেকেন্ড এই উত্তাপ ধরেও রাখতে পারল এই ইএএসটি বা ইস্ট।
চিনের সরকারি সংবাদমাধ্যম বিষয়টি তুলে ধরার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদমাধ্যমে খবরটি ছড়াতে সময় নেয়নি। পারমাণবিক ফিউশনের মধ্যে দিয়ে প্রচুর শক্তি তৈরি করার চেষ্টা বিশ্বজুড়ে অনেকদিন ধরেই চলছে।
চিনের এই তথাকথিত কৃত্রিম সূর্য সেই পথে অনেকটাই এগিয়ে দিল বিশ্বকে। কারণ তারা যদি ১ হাজার সেকেন্ড ওই উত্তাপকে ধরে রেখে থাকে তাহলে তা অবশ্যই এক বড় সাফল্য।
বিজ্ঞানীরাও এই সাফল্যকে ভবিষ্যতের উন্নতির জন্য এক দারুণ পদক্ষেপ বলেই মনে করছেন। এই প্রযুক্তিগত সাফল্য আগামী দিনে বিশ্ব মানবসমাজের উন্নতিকল্পে এক বড় ভূমিকা নেবে বলেই মত বিজ্ঞানীদের।