এবার পেনশনভোগীদের বাড়ল DR, বছর শেষে বিরাট সুখবর শোনাল সরকার

By Bangla News Dunia Rajib

Published on:

DR-Hike

Bangla News Dunia , Rajib : চলতি বছর লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে ডিএ (Dearness allowance) বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের ৪ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। পাশাপাশি ডিয়ারনেস রিলিফ অর্থাৎ DR ও ৪ শতাংশ বেড়েছিল। যেহেতু DA এবং DR বছরে দুবার বাড়ানো হয় তাই দীপাবলীর আগেই আরও এক সুখবর পেয়েছে কেন্দ্রিয় কর্মীরা। একধাক্কায় ৩ শতাংশ বাড়ানো হয়েছে DA এর পরিমাণ।

চলতি বছর ১ জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় DA এর পরিমাণ ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। এর পাশাপাশি সপ্তম বেতন কমিশনের আওতায় পেনশনভোগীদের DR এর পরিমাণও ৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ DR এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। একনজরে দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনের আওতায় পেনশনভোগীদের কোন কোন বিভাগ ৫৩ শতাংশ হারে DA পাবে।

আরো পড়ুন :- বন্দে ভারত ট্রেন বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই রাজ্যে চালানোর জন্য

সপ্তম বেতন কমিশনে বর্ধিত হারে DR পাবে কারা?

জানা গিয়েছে এই বর্ধিত হারে DR মিলবে বার্মার পেনশনভোগী এবং পাকিস্তান থেকে বাস্তুচ্যুত সরকারি পেনশনভোগীরা, বেসামরিক কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী অথবা পারিবারিক পেনশনভোগীরা , যার মধ্যে কেন্দ্রীয় সরকার PSU বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে শোষণকারী পেনশনভোগীরাও বর্ধিত হারে DR পাবে। অন্যদিকে সশস্ত্র বাহিনী পেনশনভোগী বা পরিবার পেনশনভোগী এবং বেসামরিক পেনশনভোগীরা প্রতিরক্ষা পরিষেবা পাবে। অল ইন্ডিয়া সার্ভিস পেনশনভোগী, রেলওয়ে পেনশনভোগী এবং অস্থায়ী পেনশন প্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধা পাবে।

আরো পড়ুন :- বাংলাদেশ সরকারের মনে ভয় ধরিয়ে দেওয়া চিন্ময়কৃষ্ণ দাস কে?

অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্ষেত্রে পৃথক আদেশ জারি

রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলি সহ পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের দায়িত্ব হবে প্রতিটি ক্ষেত্রে প্রদেয় মহার্ঘ রিলিফের পরিমাণ গণনা করা। তাছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের জন্য আলাদা আদেশ জারি করবে বিচার মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্ষেত্রে বিচার বিভাগ পৃথক আদেশ জারি করবে। তবে রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এই DR বৃদ্ধি অর্থ মন্ত্রকের অনুমোদনের সাথে সঙ্গতিপূর্ণ এবং CAG-এর সাথে পরামর্শ করে জারি করা হয়েছে।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন