Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতিকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল বেড়েই চলেছে। সঙ্গে যুক্ত হয়েছে বৃহস্পতির উপগ্রহরাও। জুনো নামে যানটি বৃহস্পতি ও তার উপগ্রহগুলির ধারেকাছে ঘুরে যেসব চমকে দেওয়া তথ্য সরবরাহ করেছে তা বিজ্ঞানীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞানীরা বৃহস্পতির অন্যতম উপগ্রহ ইউরোপাকে কাছ থেকে পরীক্ষা করে বুঝেছেন সেটির বরফের চাদরের তলায় লুকিয়ে আছে এক অতিকায় মহাসমুদ্র।
এত বিশাল জলরাশিতে কি জীবনের স্পন্দনও রয়েছে? সেটাই এখন বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আর তা জানতে তাঁরা এখন উঠেপড়ে লেগেছেন।
আরো পড়ুন:–কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন
নাসার বিজ্ঞানীরা এমন একটি রোবট যান তৈরি করেছেন যা এই মহাসমুদ্রের জলে ডুব দেবে। তারপর জলের তলাতেও সে খোঁজ চালাবে কোনও প্রাণ সেখানে রয়েছে কিনা।
এই যানকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা ইউরোপার সেই সমুদ্রে যে কোনও পরিস্থিতি সামলে নিতে পারে। যাতে নিজের ক্ষতি না হতে দিয়ে সে বহাল তবিয়তে জলের তলায় ঘুরে বেড়াতে পারে এবং নির্ধারিত নিয়ম মেনে তথ্য সরবরাহ করে যেতে পারে।
এই যানটির নাম দেওয়া হয়েছে এসডব্লিউআইএম বা সুইম বা সেনসিং উইথ ইন্ডিপেনডেন্ট মাইক্রো সুইমার্স। প্রসঙ্গত ইউরোপা অভিযানে নাসা যান পাঠানোর উদ্যোগ শুরু করেছে। ২০৩০ সালকে সামনে রেখে এই প্রকল্পের অন্তর্গত থাকতে পারে এই রোবট সাঁতারু। যা ইউরোপায় এলিয়েন খুঁজে বেড়াবে।
আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের