এবার ‘শিক্ষাসাথী’ প্রকল্প আনলো পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষার্থীরা কি সুবিধা পাবে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছর শুরুর আগেই ফের একবারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে শিক্ষাসাথী প্রকল্প (Shiksha Sathi Scheme 2025) নিয়ে আসা হল। রাজ্য সরকারের তরফে সকল বর্গের মানুষদের জন্য নানা ধরণের প্রকল্প নিয়ে আসা হয়েছে। সরকারের সূচনা করা বিভিন্ন প্রকল্প গুলির মাধ্যমে নির্দিষ্ট একটি অনুদান প্রদান করা হয়, যার মাধ্যমে রাজ্যের জনগণ অনেকটাই আর্থিক সহায়তা পেয়ে থাকেন (Government of West Bengal).

West Bengal Shiksha Sathi Government Scheme

সম্প্রতি পড়ুয়াদের জন্য আরও একটি নতুন প্রকল্পের সূচনা করলেন। নতুন উদ্বোধন হওয়া এই প্রকল্পের নাম শিক্ষাসাথী প্রকল্প। রাজ্যের এমন অনেক পরিবার রয়েছে, যে পরিবারের ছাত্র ছাত্রীরা অনেকটাই আর্থিক অনটনের মধ্য দিয়ে যায়। কিন্তু কোন না কোন অসুবিধার কারনের জন্য তারা অনেক সময় খাতা, পেন বা পড়াশোনার জন্য দরকারি জিনিস কিনে নিতে পারেনা।

পশ্চিমবঙ্গ শিক্ষা সাথী প্রকল্প ২০২৫

তাদের পড়াশোনা করার জন্য যে নোট বুক বা পড়া সংক্রান্ত যাবতীয় জিনিস কিনতে হয় তার জন্য একটা বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। অনেক পরিবারের পক্ষে এই অর্থ ব্যয় করা সম্ভবপর হয় না। এই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য বাজারের দামের থেকে কম মূল্যে নোট বুক সরবরাহের দায়িত্ব নিলেন রাজ্য সরকার। বর্তমানে নোট বুকের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাজারে।

Government Scheme 2025

এই অবস্থায় একজন পড়ুয়ার প্রত্যেকটি সাবজেক্ট এর জন্য যদি একটি করে নোট বুক ধরা হয়, তাহলেও ছয় থেকে সাতটি নোটবুকের প্রয়োজন পড়ে। এই নোট বুক সংক্রান্ত খরচ, একজন আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের পক্ষে করা অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে। এই দিকটি পর্যালোচনা করেই রাজ্য সরকার শিক্ষা সাথী প্রকল্পের উদ্বোধন করলেন। এর মাধ্যমে রেশন থেকে নোটবুক সরবরাহ করা হবে, যাতে পরিবারের আর্থিক বোঝা লাঘব করা যায়।

শিক্ষাসাথী প্রকল্পের মাধ্যমে বাজারের চেয়ে অনেক কম দামে তিন ধরনের নোট বুক দেওয়া হবে পড়ুয়াদের।ক্রিসমাসের সময় রাজ্য সরকার এই প্রকল্পটি সম্পর্কে ঘোষণা করেন, যা শিক্ষার্থী এবং অভিভাবক সবার মধ্যেই আনন্দ ছড়িয়ে দিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে যে নোট বুক গুলি কম দামে দেওয়া হবে, সেই নোট বুক গুলো তৈরি করার জন্য রাজ্যে ক্ষুদ্র, ছোট, মাঝারি ব্যবসায়িক বিভাগকে দায়িত্ব দেওয়া হবে।

এর মাধ্যমে উৎপাদনকারীরাও অনেকটা আর্থিক সহায়তা পাবে, সেই সাথে তাদের অনেকটাই সুবিধা হবে। শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড এই নোট বুক গুলি মুদ্রণ করবে এবং উন্নত মানের জন্য প্রেসটিকে আধুনিকীকরণ করা হবে। দুই ধরণের নোট বুক দেওয়া হবে। একটি নোট বুকে থাকবে ১০০ পৃষ্ঠা, যার দাম ৭০ টাকা। ৫০ পৃষ্ঠার একটি নোট বুক থাকবে, সেটির দাম ৩৭ টাকা। কম দাম থাকা সত্ত্বেও, এই নোট বুক গুলির মান বাজারে পাওয়া প্রিমিয়াম মানের নোট বুকের মতোই হবে।

নোট বুক গুলি কোন জায়গা থেকে পাওয়া যাবে?

বর্তমানে, এই নোট বুক গুলি মঞ্জুষা স্টল, কনজিউমার কো অপারেটিভ এবং সরকারি মেলায় আপনি পেয়ে যাবেন। ভবিষ্যতে এই নোট বুক গুলো রেশন দোকান থেকেই আপনি নিতে পারবেন। যে সমস্ত পরিবার আর্থিক অনটনের মধ্য দিয়ে যান প্রতিনিয়ত, সেই সমস্ত পরিবারের পড়ুয়াদের এই শিক্ষাসাথী প্রকল্প অনেকটাই আর্থিক সহায়তা দেবে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কোন কাজকে সেরা মনে করতেন মনমোহন? কী নিয়ে ছিল আক্ষেপ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন