Bangla News Dunia, Pallab : লক্ষ লক্ষ ফোন ব্যবহারকারীর জন্য রইল জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) গ্রাহক হয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। গত বছরের ৩১ ডিসেম্বর দুপুর থেকে নতুন বছরের ১লা জানুয়ারির রাত অবধি বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যে সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল BSNL। আর এই আবহেই এবার নতুন বছরের শুরুতেই আচমকাই খারাপ খবর শোনাল সরকারি টেলিকম কোম্পানি BSNL। আচমকা পরিষেবা বন্ধ করার ঘোষণা করে সকলকে অবাক করে দিল বিএসএনএল। এখন নিশ্চয়ই ভাবছেন যে কী হল আচমকা? তাহলে সমস্যায় পড়ার আগে বিশদে জেনে নিন ঝটপট
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
বড় ঝটকা দিল BSNL
ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল একটি পরিষেবা বন্ধ করতে চলেছে, যা লক্ষ লক্ষ গ্রাহককে প্রভাবিত করতে চলেছে। জানা গিয়েছে, রাজ্যের একাধিক জেলায় নিজেদের 3G সার্ভিস বন্ধ করার কথা ঘোষণা করেছে কোম্পানি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিহারের রাজধানী পাটনা-সহ একাধিক জেলায় পরিষেবা বন্ধ করে দিচ্ছে সরকারি টেলিকম সংস্থা।
সর্বশেষ আপডেট অনুযায়ী, ইতিমধ্যে প্রথম পর্যায়ে মোতিহারি, কাটিহার, খাগারিয়া এবং মুঙ্গেরের মতো জেলাগুলিতে এই পরিষেবা বন্ধ করে দিয়েছিল সংস্থাটি। আগামী ১৫ জানুয়ারি থেকে পাটনা-সহ অন্যান্য জেলায় এই পরিষেবা বন্ধ হয়ে যাবে।
পরিষেবা বন্ধের কী প্রভাব পড়বে?
এদিকে আচমকা এই 3G পরিষেবা বন্ধ করার সবচেয়ে বড় প্রভাব পড়বে এই সিম থাকা গ্রাহকদের ওপর। পরিষেবাটি বন্ধ হয়ে গেলে তারা তাদের মোবাইলে ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবে না। গ্রাহকরা শুধুমাত্র কল ও এসএমএস করতে পারবেন। বিএসএনএল আধিকারিকরা জানিয়েছেন যে রাজ্যে যেহেতু 4G নেটওয়ার্ক আপডেট করা হয়েছে। এ কারণে 3G সার্ভিস বন্ধ করে দেওয়া হচ্ছে। চলতি বছরেই 4G নেটওয়ার্ক আপগ্রেড এবং দেশজুড়ে ফাইভজি সেবা চালুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এখন 3G সিমের কি হবে?
থ্রিজি সিম ব্যবহারকারীরা ডাটা উপভোগ করতে চাইলে সিম পরিবর্তন করতে হবে। বিনা খরচে থ্রিজি সিমের পরিবর্তে ফোরজি সিম দিচ্ছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে এই সিমেও 5G ডাটা চলবে। ব্যবহারকারীরা BSNL অফিসে গিয়ে তাদের সিম পরিবর্তন করতে পারেন। এ জন্য তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আসুন আমরা জানি যে সংস্থাটি দেশের অন্যান্য অনেক জায়গায় 3G পরিষেবা বন্ধ করে দিয়েছে, যার পরে লোকেরা তাদের সিম পরিবর্তন করতে হয়েছিল।
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025