Bangla News Dunia, দীনেশ : ইজরায়েলের গাজা অভিযানের জেরে ক্ষোভে ফুটছে শিয়া, সুন্নি নির্বিশেষে সব আরব দেশ। আমেরিকার মদতে ইজরায়েলের এই বাড়বাড়ন্ত বলে অভিযোগ উঠেছে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়াকে নিজের প্রভাব বলয়ে আনতে চাইছে চিন। পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশের অবস্থাও সুবিধার নয়। এই পরিস্থিতিতে এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে আমেরিকা যে ভারতের ওপর নির্ভর করছে, ক্ষমতায় আসার পরেই সেই বার্তা দিল ট্রাম্প সরকার। মঙ্গলবার কোয়াড দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারত ও প্রশান্ত মহাসাগরে স্থিতাবস্থা রক্ষার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন আমেরিকার নতুন বিদেশসচিব মারো রুবিও। বুধবার বিদেশসচিব হিসাবে তিনি প্রথম দ্বিপাক্ষিক বৈঠকটিও করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar-Marco Rubio) সঙ্গে।
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা
রুবিও-জয়শংকরের রুদ্ধদ্বার বৈঠক কিছুক্ষণ চলার পর তাতে যোগ দেন ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজ এবং আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত বিয়ন কুয়াত্রা। পরে ওয়ালেজের সঙ্গেও আলাদা করে দীর্ঘ বৈঠক করেন জয়শংকর। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রীকে প্রথম সারিতে জায়গা দেওয়ার পর একের পর এক শীর্ষস্তরের দ্বিপাক্ষিক বৈঠক ওয়াশিংটনের কাছে দিল্লির বাড়তি গুরুত্বকে ইঙ্গিত করছে বলে কূটনৈতিক মহলের ধারণা। এক্স পোস্টে জয়শংকর লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মারো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। দু-দেশের সম্পর্ক ও একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আমরা মতবিনিময় করেছি।’
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
পর্যবেক্ষকদের মতে, ভারত-প্রশান্ত মহাসাগর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতকে ভরকেন্দ্র করে বিদেশনীতি পরিচালনা করতে চাইছেন ট্রাম্প। সেই কারণে ভারতের মনোভাবের আঁচ পেতে চাইছে মার্কিন বিদেশমন্ত্রক। নানা ভাবে বার্তা দেওয়া হচ্ছে আমেরিকার এশিয়া নীতিতে ‘ভারত প্রথম’। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকাকে নিয়ে তৈরি কোয়াড গোষ্ঠীর ক্ষেত্রে অবশ্য ট্রাম্প প্রশাসন বাইডেন আমলের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে।
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
কোয়াডের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের চার দেশ এই অবস্থানে অনঢ় যে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি হিসাবে আন্তর্জাতিক আইনগুলি অর্থনৈতিক সমৃদ্ধি, শান্তি, স্থিতাবস্থা এবং নিরাপত্তা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে। একইসঙ্গে আমরা বলপ্রয়োগ বা নিপীড়নের মাধ্যমে এই স্থিতাবস্থা বদলের যে কোনও একতরফা চেষ্টার জোরদার প্রতিবাদ জানাচ্ছি।’ সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ‘বাড়তে থাকা হুমকির পরিপ্রেক্ষিতে আঞ্চলিক সমুদ্রসীমা, অর্থনীতি ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ এদিকে বেআইনি অভিবাসীদের খোঁজে দেশজুড়ে অভিযান শুরু করেছে ট্রাম্প সরকার। প্রথম ধাপে ১৮ হাজারের বেশি ভারতীয়কে বেআইনি অভিবাসী হিসাবে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, ওই ভারতীয়দের ফিরিয়ে নিতে রাজি হয়েছে কেন্দ্র।
আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই