Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বার টোটোয় কিউআর কোড। যাত্রী সুরক্ষা ও যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে সিউড়ি পুরএলাকায় টোটোগুলিতে কিউআর কোড লাগানো শুরু হল মঙ্গলবার থেকে। সিউড়ি শহরের যানজট নিয়ে অভিযোগ নতুন নয়। সাধারণ মানুষের অভিযোগ, রাস্তায় মানুষের থেকে টোটো বেশি চলে। পথচারী তো দূরের কথা, বাইক-সাইকেল চলার মতোও জায়গা থাকে না। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকা থেকেও টোটো এসে শহরের পথ দখল করে বলে অভিযোগ। সেই সব দিক মাথায় রেখে টোটোতে কিউআর কোড চালু করল পুর কর্তৃপক্ষ।
পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ যাত্রী, সহজেই এই কিউআর কোড স্ক্যান করে টোটো এবং টোটো চালকের সমস্ত তথ্য সরাসরি সার্ভার থেকে জানতে পারবেন। সিউড়ির পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, চালকের ফোন নম্বরও থাকছে। কেউ যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করলে, ধরা পড়ে যাবে। চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা জানানোরও সুবিধা থাকবে।
পুরসভা সূত্রে খবর, শহরে প্রায় ৩ হাজার টোটো। এত টোটো একসঙ্গে রাস্তায় নামলে, যানজট কি কোনও ভাবে এড়ানো সম্ভব? সিউড়ি টোটো ইউনিয়নের সম্পাদক শেখ কুরশেদ আলির বক্তব্য, একদিন করে ছুটি দিয়ে সেই ভাবেই রোটেশন মেনে টোটো চালানোর ভাবনাচিন্তা চলছে। কিউআর কোড স্ক্যান করলে এ সংক্রান্ত তথ্যও জানতে পারবেন যাত্রীরা।
আগামী ২৫ দিনের মধ্যে শহরের সমস্ত নথিভুক্ত টোটোতেই এই কোড লাগানো হবে। এই উদ্যোগ শহরের টোটো পরিষেবার উপর নজরদারি নিশ্চিত করবে এবং যাত্রীদের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি করবে বলে আশা পুরসভার। সিউড়ি পুরসভার এই পদক্ষেপ প্রযুক্তির সাহায্যে শহরের পরিবহণ ব্যবস্থাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে ।
বীরভূমের জেলাশাসক বিধান রায় জানান, পরিবহণ দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, কোথায় কত টোটো চলে তার সার্ভে করতে হবে। পুর এলাকাগুলিতে যানজট সমস্যার অভিযোগ মেটানোর চেষ্টা অনেক দিন ধরেই চলছে।
তিনি বলেন, ‘যান নিয়ন্ত্রণ করতে টোটো রুট নির্ধারিত করা জেলা প্রশাসনের কাজ। প্রায় ৩ হাজার টোটো এখানে।সিউড়ি শহর যানজট মুক্ত করতে এটা প্রথম পদক্ষেপ। আশা করব, যানজটের সমস্যা অনেকটাই কমবে।’ জেলাশাসকের বক্তব্য পুরোদমে কিউআর কোডের ব্যবহার শুরু হয়ে গেলে, গ্রামীণ এলাকা থেকে যে সমস্ত টোটো আসে, তাদের শহরের মুখেই যাত্রী নামিয়ে দিতে হবে। শহরে কেবল মাত্র পুরসভা অনুমোদিত টোটোই যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে।
আরো পড়ুন:- ‘দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024