Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ৮২ বছরে বয়সেও সুপার অ্যাক্টিভ অমিতাভ বচ্চন। সিনেমা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবেতেই তিনি মন জয় করে চলেছেন প্রতি মুহূর্তে দর্শকের। অমিতাভ প্রায়ই তাঁর নানা পোস্টের মাধ্যমে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। কিন্তু এ বার অভিনেতার একটি পোস্ট ভক্তদের খানিক টেনশনে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক পোস্ট শেয়ার করেছেন অমিতাভ। কেউ কেউ এমনও অনুমান করছেন যে এ হয়তো বা তাঁর চলচ্চিত্র জগৎ ছাড়ার ইঙ্গিত।
অমিতাভ সবসময়ই তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করেন। তিনি তাঁর জীবনের নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এমনকী বিগ বি মাঝে মধ্যে তাঁর ভক্তদের নিজের শারীরিক আপডেটও দিয়ে থাকেন। তবে এরইমধ্যে অভিনেতার সোশ্যাল মিডিয়ায় রহস্যজনক পোস্ট সকলের নজর কেড়েছে।
‘এখন যাওয়ার সময়।’ শুক্রবার রাত ৮:৩৪ মিনিটের দিকে এই পোস্টটি লেখেন শাহেনশাহ। তাঁর পোস্ট নজরে আসতেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন কী কারণে এ কথা লিখলেন তিনি। কেউ কেউ আবার কারণ না জেনেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে।
কারও প্রশ্ন, ‘আপনি কোথায় যাচ্ছেন?’ কেউ আবার লিখেছেন, ‘আপনি যেখানেই যান না কেন, আপনাকে আমরা পর্দায় দেখতে চাই।’ এক ভক্ত লিখেছেন, ‘আপনি সবসময় এমনই হাসি খুশি থাকুন।’ তবে বেশিরভাগ মানুষেরই একটাই প্রশ্ন, ‘আপনি কি ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন?’
পোস্ট নজরে আসার পর থেকেই চলতে থাকে নানা জল্পনা। তবে ভক্তদের বিশ্বাস অভিনেতা যে সিদ্ধান্তই নিক না কেন, তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। শুধু তাই নয়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নেবেন শাহেনশাহ।
আরও পড়ুন:- NEET UG 2025-এর দিনক্ষণ ঘোষণা, কবে থেকে শুরু আবেদন পর্ব? জেনে নিন
আরও পড়ুন:- বাণিজ্য সম্মেলনে মালদার মাখনা শিল্পে 1300 কোটি বিনিয়োগ, উচ্ছ্বসিত ব্যবসায়ীরা