Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নারীশক্তির জয়গান বিশ্বজুড়ে গাওয়া হলেও এমনকিছু জায়গা রয়েছে যেখানে মহিলাদের এখনও যাওয়ার অনুমতি নেই। এমনই একটি জায়গা রয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৷ এই মন্দিরের গায়ে স্পষ্ট ব্যানারে লেখা, মহিলাদের প্রবেশ করা যাবে না ৷ বছরের পর বছর ধরে চলছে এই নিয়ম ৷ কিন্তু কেন এই অদ্ভূত নিয়ম ? তবে গোয়ালিয়রের কুনওয়ার বাবার মন্দিরে ভূত তাড়ানোর বিশেষ বন্দোবস্ত করা হয় হোলি, দিওয়ালি থেকে ভাইফোঁটার দিন ৷
মানুষ শৃঙ্খলা সঠিকভাবে অনুসরণ করতে না-পারলেও বিশ্বাসের ভিত্তিতে সমস্ত নিয়ম মেনে চলে। এই কারণেই আজও মহিলারা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নির্মিত কুনওয়ার মহারাজের মন্দিরে পা-রাখেন না। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশের চম্বল অঞ্চলে এই কুনওয়ার বাবার মন্দির রয়েছে ৷ নিত্যপুজো হয় এই মন্দিরে ৷ মহলগাঁওয়ের কুনওয়ার বাবা ছিলেন রতনগড়ের এক মাতার সন্তান। এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। বিশেষ করে হোলি ও দীপাবলি, ভাইফোঁটায় এখানে দরবার বসে এবং ভূত তাড়ানোর ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান
নিয়ম অনুযায়ী এখানে আগত মহিলারা মন্দিরে প্রবেশ না-করলেও বাইরে থেকে প্রদক্ষিণ করেন। তাঁদের মনোস্কামনা তাঁরা কুনওয়ার মহারাজকে জানান দূর থেকেই ৷ এই মন্দিরের পুরোহিত মহামণ্ডলেশ্বর কপিল মুনি মহারাজ বলেন, “রতনগড়ের মাতা এবং তার ভাই কুনওয়ার মহারাজকে দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। দুই ভাইবোন ছিলেন দেবী দুর্গার পরম ভক্ত। কুনওয়ার বাবা রতনগড়ের বোন ও মায়েদের রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি সারাজীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন। এমনকী তিনি বিয়েও করেননি ৷ তাঁর সমস্তকিছু শুধুমাত্র ছিল মা-বোনেদের প্রতি প্রতি ভক্তির জন্য। এই কারণে, তাঁর মন্দিরেও ব্রহ্মচর্যের অনুশাসন অনুসরণ করা হয়।”
কোনও মহিলা যাতে ভুল করে মন্দিরে প্রবেশ করতে না-পারে তাই মন্দিরে একটি নোটিশ বোর্ড লাগানো হয়েছে ৷ তাতে লেখা, “কুনওয়ার মহারাজ মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ।”
পুরোহিত কপিল মুনি আরও বলেন, “কুনওয়ার মহারাজও গুরু গোরক্ষনাথের পুজো করতেন ও নিত্যসাধনা করতেন। তাঁর সাধনায় খুশি হয়ে গুরু গোরক্ষনাথ তাঁকে ভূতের রাজা হওয়ার আশীর্বাদ করেছিলেন। সেই কারণেই ভূত-প্রেত দ্বারা বিপর্যস্ত মানুষরাও তাদের থেকে মুক্তি পেতে এখানে আসেন। প্রতি সোমবার এখানে বাবার দরবার হয়। বিশেষ করে হোলি, দীপাবলি ও ভাইফোঁটার দিন এখানে মেলার আয়োজন করা হয়। ওইদিনই ভূত তাড়ানোর আয়োজন করা হয় ৷
আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল
আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?