ঐতিহাসিকরা ফেল এই রহস্যময় যন্ত্রের রহস্য উদ্ঘাটনে, জানুন অবাক করা ঘটনা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

maryland (1)

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ যন্ত্রটি একটি হিস্টোরিক্যাল সোসাইটিকে দান করা হয়েছিল। সে অনেকদিন আগের কথা। ১৯৯০ সালে এই যন্ত্রটি ওই সোসাইটির মিউজিয়ামে এসে পৌঁছয়। তারপর থেকে সেটি সেখানেই রয়েছে।

ঐতিহাসিকরা পরীক্ষা করে দেখেছেন যন্ত্রটির একটি অংশ বাদ দিলে বাকি যন্ত্রপাতি ১০০ বছরের পুরনো। কিন্তু কিসের যন্ত্র এটি? সেটাই বড় প্রশ্ন। যার উত্তর ঐতিহাসিক থেকে বিশেষজ্ঞ, কারও কাছেই নেই।

 

আরো পড়ুন:- পৃথিবীর চেয়ে ৫ গুণ বেশি বড়, থাকতে পারবে মানুষও! ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার

তাই আমেরিকার মেরিল্যান্ডের ডরচেস্টার কাউন্টি হিস্টোরিক্যাল সোসাইটি সোশ্যাল মিডিয়ায় যন্ত্রটির ছবি পোস্ট করেছে। সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে যদি কেউ ওই ছবির যন্ত্রটিকে চিনতে পারেন, যন্ত্রটির কাজ কি সে সম্বন্ধে কোনও আলোকপাত করতে পারেন।

যন্ত্রটি পরীক্ষার পর ঐতিহাসিকরা একাধিক ধারনা করেছেন। কারও মতে এটি একটি বিস্কুট তৈরির যন্ত্র। যা একটা সময় ওই অঞ্চলে বেশ জনপ্রিয় বিস্কুট ছিল।

আবার কারও মতে এটা আটা বা ময়দা মাখার মেশিন। আটা বা ময়দা মাখার সময় ভিতরে সামান্যও হাওয়ার বুদবুদ থেকে গেলে তা মুছে ফেলার কাজ করত এই মেশিন। ফলে তা মাখা হত খুব সুন্দরভাবে।

যদিও এগুলো মেশিনটি পরীক্ষার পর ধারনা মাত্র। এটা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না মেশিনটার আসল কাজটা কি! এমনকি অনেক বিশেষজ্ঞের আবার এই যন্ত্রটি দেখার পর মনে হয়েছে এটি দিয়ে চামড়ার জিনিস তৈরির কাজ করা হত। মেশিনটি ঠিক কি কাজে ব্যবহার হত তা কিন্তু পরিস্কার নয়।

 

আরো পড়ুন:- ১ নভেম্বর থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে বড় বদল, জানুন রিজার্ভেশনের নয়া নিয়ম

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন