‘ওর আচরণ ঠিক নয়’, বোর্ডের কাছে গম্ভীরকে নিয়ে বিস্ফোরক আর্জি প্রাক্তন ক্রিকেটারের

By Bangla news dunia Desk

Published on:

goutam gambhir team india

Bangla News Dunia , দীনেশ ওর আচরণ একেবারে সঠিক নয়, সংবাদমাধ্যমের সামনে কীভাবে কথা বলতে হয় জানে না ৷ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক এই মর্মে বোর্ডের কাছে আর্জি করলেন ধারাভাষ্য়কার তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ৷ আগামীতে গম্ভীরকে সাংবাদিক বৈঠকে হাজির না-করানোর আর্জি বোর্ডকে জানালেন মুম্বইকর ৷

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে সোমবার দেশের মাটিতে সাংবাদিক বৈঠক সারেন ভারতের কোচ গৌতম গম্ভীর ৷ নিউজিল্যান্ড সিরিজে হার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রত্যাশা ৷ সবমিলিয়ে ক্যাঙারুর দেশে উড়ে যাওয়ার আগে যে গৌতম গম্ভীর বেশ চাপে ছিলেন, সেটা তাঁর হাবেভাবেই স্পষ্ট ৷ তার উপর সাংবাদিক সম্মেলনে চোখা-চোখা প্রশ্নের বাউন্সারও ধেয়ে আসে তাঁর দিকে ৷ যা সামাল দিতে গিয়ে বেশ অপ্রস্তুত অবস্থায় পড়েন রোহিতদের কোচ ৷ বিরাট কোহলিকে নিয়ে করা মন্তব্য়ের পরিপ্রেক্ষিতে রিকি পন্টিংয়ে তীক্ষ্ণ আক্রমণও করে বসেন গম্ভীর ৷

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

সব দেখেশুনে মঞ্জরেকর এদিন একটি টুইট করেন ৷ যেখানে প্রাক্তন মুম্বই ক্রিকেটার লেখেন, “এইমাত্র গম্ভীরের সাংবাদিক সম্মেলন দেখলাম ৷ আগামীতে ওকে সাংবাদিক সম্মেলন থেকে দূরে রাখাই বিসিসিআই’য়ের জন্য বুদ্ধিমানের কাজ হবে ৷ ওকে পিছন থেকে কাজ করানোই ঠিক আছে ৷ ওর আচরণ সঠিক নয় ৷ সংবাদমাধ্যমারে সামনে শব্দচয়নও যথাযথ নয় ৷ তার চেয়ে রোহিত কিংবা আগরকর এই দায়িত্ব সামলানোর ব্য়াপারে অনেক ভালো ৷” সম্প্রতি বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে করা রিকি পন্টিংয়ের করা একটি মন্তব্য শোরগোল ফেলে ৷

 

তার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে গম্ভীর এদিন বলেন, “ভারতীয় ক্রিকেট নিয়ে ওর (পন্টিং) এত কীসের মাথাব্য়থা? ওর উচিৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে মাথা ঘামানো ৷ বিরাট কিংবা রোহিতকে নিয়ে ওর এত উদ্বেগের কোনও প্রয়োজনই নেই ৷ দু’জনেই কঠোর মানসিকতার ৷ ভারতীয় ক্রিকেটে দু’জনের অবদান অনেক ৷ আমার মনে হয় আগামীতেও অনেককিছু করবে ওরা ৷”

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

এছাড়া অস্ট্রেলিয়া সফরে শার্দূল ঠাকুরের পরিবর্তে নীতিশ রেড্ডির নির্বাচন, রোহিত শর্মাকে পাওয়া যাবে কি না সেই সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর সাংবাদিক সম্মেলনে এদিন দিতে হয় গম্ভীরকে ৷ ‘হিটম্য়ান’ সফরের প্রথম টেস্টে খেলবেন কি না, সে প্রশ্নের উত্তরে অবশ্য নিজেই ধোঁয়াশার মধ্যে ভারতীয় কোচ ৷ তবে রোহিত না-খেললে অভিমন্যু ঈশ্বরণ কিংবা কেএল রাহুল তাঁর জায়গা নিতে প্রস্তুত, তাও জানিয়ে দেন গম্ভীর ৷

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

Bangla news dunia Desk

মন্তব্য করুন