‘ওসামা বিন লাদেন খুবই শিক্ষিত ছিলেন’, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যে বিতর্ক

By Bangla News Dunia Dinesh

Published on:

mamata in head hand

Bangla News Dunia, দীনেশ : ‘ওসামা বিন লাদেন খুবই শিক্ষিত ছিলেন’, এমনই মন্তব্য করলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। তাঁর এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে।  মুর্শিদাবাদের সাগরদিঘিতে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘লোকে বলে, খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদ শেখানো হয়। আমি কখনও খারিজি মাদ্রাসা দেখিনি, বলতে পারব না। তবে আমার বক্তব্য, সন্ত্রাসবাদ শেখানো হলে শুধু খারিজি মাদ্রাসায় কেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েও তো হতে পারে।’ এরপরই তাঁর সংযোজন, ‘যদি ধরে নিই, ওসামা বিন লাদেন একজন বড় সন্ত্রাসবাদী, তাহলে তো বলতে হয়, উনি লন্ডনে অক্সফোর্ডে গিয়ে ইংরাজি পড়েছেন। আল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ম্যানেজমেন্ট পড়েছেন। উনি খুবই শিক্ষিত।’

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

হুমায়ুন কবীর এরপর নিশানা করেন বেলডাঙার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজকে। বলেন, ‘ওই এক সন্ন্যাসী আছেন বেলডাঙায়, আশ্রমের আড়ালে তিনি মাঝেমাঝে ওখানে অশান্তি ছড়ানোর চেষ্টা করতেন। আমি যখন ওখানে পুলিশ সুপার ছিলাম, তখন একবার ডেকে পাঠিয়েছিলাম। ভয়ে আসেনি। উনিও ওখানে সন্ত্রাসবাদ ছড়ান।’ তৃণমূলের এই মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রাক্তন আইপিএসের মুখে ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদীর প্রশংসা তাজ্জ্বব সকলে। এর সমালোচনা করেছেন অনেকেই।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন