Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অফিস থেকে ছুটি পেলেই ঘোরার প্ল্যান রেডি। ট্রেনের টিকিটও কেটে ফেলেছেন। শেষ মুহূর্তে কোনও কারণে ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে হয়েছে। এ বার ট্রেনের টিকিট বাতিল করতে হবে? কিন্তু টিকিট মূল্যের কতটা ফেরত পাবেন? কতদিন আগে টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যায়, সে সম্পর্কে অনেকেই অবগত নন। জেনে নেওয়া যাক রেলের নিয়ম কী বলছে?
শীতের মরশুমে সিকিম হোক বা হিমাচল, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণ ভারতের কোনও রাজ্য, ভ্রমণসূচি তৈরি হয় আগেই। রেলের পূর্ব নিয়ম অনুযায়ী চার মাস আগে টিকিট কাটার সুযোগ থাকায় জানুয়ারি-ফেব্রুয়ারি টিকিট অলরেডি বুকিং করে ফেলেছেন অনেকেই। কিন্তু শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হয় টিকিট বাতিল মূল্য (Cancellation Charge)-সহ অতিরিক্ত কিছু মূল্য। কিন্তু নির্দিষ্ট সময়ে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং বাতিল করলে ফেরত পাবেন পুরোটাই।
আরও পড়ুন:– মধ্যবিত্তের টাকা জমানোর গোপন সূত্র। বিশেষজ্ঞের এই নিয়ম মেনে 1 মাস সংসার চালান, আর ম্যাজিক দেখুন
রেলের নিয়ম বলছে, আপনার যাত্রা দিনের ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হলে টিকিট বাতিল মূল্য (Cancellation Charge) ছাড়া পুরো মূল্যই ফেরত দেওয়া হয়। ১২ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা আগে করলে ২৫ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে। ৪ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা আগে করলে ৫০ শতাংশ টাকা কেটে নেবে রেল।
রেলের টিকিট বাতিল মূল্যও (Cancellation Charge) নির্ধারিত রয়েছে। ট্রেনের এগজিকিউটিভ ক্লাস (এসি) যাত্রীদের জন্য টিকিট বাতিল মূল্য ২৪০ টাকা, ফার্স্ট ক্লাসের (এসি) যাত্রীদের জন্য ২০০ টাকা, এসি চেয়ার কার যাত্রীদের জন্য ১৮০ টাকা, স্লিপার ক্লাস যাত্রীদের জন্য ১২০ টাকা ও সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য ৬০ টাকা নেওয়া হয়।
আরও পড়ুন:– এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম
আরও পড়ুন:– ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, জানুন বিস্তারিত
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025