Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জল নিয়েই তাঁর সাধনা। স্বপ্ন দেশের হয়ে রেকর্ড তৈরি করার। নতুন বর্ষ বরণ করলেন জলে ২০২৫টি ডুব দিয়ে। বিষ্ণুপুরের ঐতিহাসিক লালবাঁধের কনকনে ঠান্ডা জলে সাঁতারু সদানন্দ দত্তের ডুব দেখতে ভিড় জমে স্থানীয় বাসিন্দাদের।
বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের যুবক সদানন্দের ছোট থেকেই নেশা সাঁতার। ইচ্ছে ছিল বড় হয়ে বড় সাঁতারু হওয়ার। কিন্তু একদিকে পরিবারের অভাব, অন্যদিকে প্রশিক্ষণের সুযোগ না মেলায় সদানন্দের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। কিন্তু জল নিয়ে তাঁর সাধনা থামেনি।
আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?
বাংলা হোক বা ইংরাজি নববর্ষ, বর্ষ সংখ্যার সমান সংখ্যক ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নেন সদানন্দ। এ বারও তার অন্যথা হলো না। নববর্ষের দুপুরে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই ততোধিক ঠান্ডা লালবাঁধের জলে একটানা ২০২৫টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন তিনি। সময় লাগল মোট ৪৫ মিনিট।
সদানন্দ বলেন, ‘আমি ২০১৬ সাল থেকে নতুন বছরের সংখ্যা মিলিয়ে এই ডুব দিয়ে আসছি। প্রায় ১০ বছর হয়ে গেল। আমার ইচ্ছে আছে ডুব দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডসে নাম তোলার। সেই চেষ্টায় আছি।’
সদানন্দের ডুব দেখতে হাজির ছিলেন প্রচুর সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা প্রকৃতি বারিক বলেন, ‘আমি আগের বছরেও এসেছিলাম। ওঁর এটা খুব ভালো উদ্যোগ। এরকম কোথাও দেখিনি। সাঁতার শেখার জন্য একটা ভালো বার্তা দেন উনি।’ আরেক বাসিন্দা বলেন, ‘এরকম ঠান্ডা জলে ২০২৫টি ডুব ভাবা যায় না। আমরা সবাই ধারে দাঁড়িয়ে গুনছিলাম। দেখে বেশ মজা লেগেছে।’
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025