কন্যারা বাদ নয়, পেনশনে সবার আগে অধিকার কার! নয়া নিয়ম এনে জানাল কেন্দ্র

By Bangla News Dunia Rajib

Published on:

pension-central-government

Bangla News Dunia , Rajib : পেনশন (Pension) ব্যবস্থায় বিরাট পরিবর্তন। পেনশন ব্যবস্থায় প্রথম অধিকার কার? সেটা নিয়ে দীর্ঘদিন ধরে বারবার প্রশ্ন উঠছে। যদিও এখন নতুন পারিবারিক পেনশন নিয়মে মেয়ের নাম অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হয়ে পড়েছে সরকারি কর্মচারীদের। হ্যাঁ ঠিকই শুনেছেন। অর্থাৎ পেনশনভোগী/পারিবারিক পেনশনভোগীর মৃত্যুর পর বিধি মোতাবেক পারিবারিক পেনশনের যোগ্যতা নির্ধারিত হবে।

পেনশন ব্যবস্থায় বদল!

সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) বিধি, ২০২১ অনুসারে, পরিবারে সৎ ও দত্তক কন্যা সহ অবিবাহিত, বিবাহিত এবং বিধবা কন্যা অন্তর্ভুক্ত রয়েছে। পেনশন ও পেনশনার্স কল্যাণ দফতর এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, কোনও সরকারি কর্মীর পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য পরিবারের সদস্যদের তালিকা থেকে মেয়ের নাম সরানো যাবে না। আদেশে যত তাড়াতাড়ি সম্ভব পেনশনের আওতায় সমস্ত অবসরকালীন সুবিধা কঠোরভাবে প্রকাশ করতে বলা হয়েছে। কর্মচারী কর্তৃক অবহিত হলে কন্যাকে পরিবারের সদস্য হিসাবে বিবেচনা করা হয় তাই পরিবারের সদস্যদের বিবরণে কন্যার নাম অন্তর্ভুক্ত করা হবে।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

প্রতিবন্ধী শিশুর পেনশনের প্রথম অধিকার

নিয়ম অনুযায়ী, কোনও মেয়ের (মানসিক বা শারীরিক প্রতিবন্ধকতা ব্যতীত) পেনশন পাওয়ার যোগ্য, যতক্ষণ না তার বিয়ে হয় বা সে পুনরায় বিয়ে করে বা উপার্জন শুরু করে। ২৫ বছরের বেশি বয়সী অবিবাহিত / বিধবা/ বিবাহ বিচ্ছিন্না কন্যারা পারিবারিক পেনশন পেতে পারে, তবে শর্ত থাকে যে পরিবারের অন্যান্য সমস্ত শিশু ২৫ বছরের বেশি বয়সী হয় বা উপার্জন শুরু করে। বাড়িতে প্রতিবন্ধী সন্তান থাকলে পেনশনের ওপর তাঁর প্রথম অধিকার থাকবে।

দিতে হবে আরও তথ্য

নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী চাকরিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর স্বামী/স্ত্রী, সমস্ত সন্তান, বাবা-মা এবং প্রতিবন্ধী ভাইবোনদের তথ্য সহ তাঁর পরিবারের বিশদ বিবরণ দিতে হবে। এ ছাড়া সরকারি কর্মচারীকে অবসরের আগে তার পেনশনের কাগজপত্রের সঙ্গে তার পরিবারের আপডেট বিবরণও জমা দিতে হবে।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন