কবর থেকে ভাইরাস ছড়ানোর আতঙ্ক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, সারদা দে :-  কবর থেকে ভাইরাস ছড়ানোর আতঙ্কে সমধিস্থিত করতে  বাধা দেওয়া হলো ৪৬ বছর বয়সী এক মহিলার মৃতদেহকে । এই নির্মম ঘটনাটি ঘটেছে আমেদাবাদে।  শনিবার আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল হাসপাতালে  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ওই মহিলার।  পুলিশ সূত্রের  খবর অনুসারে তার বাড়ির কাছের একটি কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল তার মৃতদেহ।  কিন্তু স্থানীয়  কিছু বাসিন্দা ওই মহিলার মৃতদেহ কবরস্থ করতে বাধা দেয়। করোনায়  মৃত্যু হওয়া ব্যক্তির মৃতদেহ থেকে এই ভাইরাস  ছড়ায় না বলে পুলিশে তাদের আশ্বাস দিলেও তারা তা মানে নি।

[ আরো পড়ুন :- লক ডাউন বাড়ানোর পরিকল্পনা নেই কেন্দ্রের ]

বাধ্য হয়ে অন্য কবরস্থানে মৃতদেহ নিয়ে যায়  হয়। কিন্তু সেখানেও ঘটে  একই ঘটনা ।  দানিমলিদা বলে ওই জায়গার স্থানীয় বাসিন্দা আপত্তি জানায়।  পুলিশ ইন্সপেক্টর  বিক্রম বাসব জানান যে তারা স্থানীয় বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে মহিলাটির  করোনায়  মৃত্যু হলেও মৃতদেহ থেকে এই ভাইরাস ছড়ানোর কোনো আশংকা নেই।  কিন্তু তাও তারা বিক্ষোভ করেন ।  এমনকি মৃতদেহটি কবরস্থ  করার সময় আতঙ্কে সবাই ওখান  থেকে চলে যান।

[ আরো পড়ুন :- ভবানীপুরের অভিজাত আবাসনে আগুন ]

তবে করোনায় মৃতের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় এই রকম বাধা সৃষ্টি হওয়ার ঘটনা নতুন নয় ।   কলকাতায় মৃত প্রৌঢ়ের দেহ নিয়ে যাওয়ার জন্য পাওয়া যায়নি কোনো শববাহী গাড়ি।  সরকারি গাড়িতে করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হলেও সমাধিস্থ করতে বাধা দিয়েছিলেন স্থানীয় মানুষেরা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন