কয়লাখনিতে আচমকা বন্যা, আটকে অন্তত ১৫ শ্রমিক, উদ্ধারে ছুটে গেল সেনা-এনডিআরএফ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

koyla

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অসমের পার্বত্য জেলা ডিমা হাসাও-এর এক কয়লা খনিতে আটকে পড়েছেন অন্তত ১৫ জন শ্রমিক। সোমবার সকালে কাজ করার সময় আচমকা খনিি প্লাবিত হয়ে ওই খনি শ্রমিকরা আটকে পড়েন। তাঁদের উদ্ধারে সেনাবাহিনীর সাহায্য চাইল রাজ্য সরকার।

প্লাবিত কয়লা খনিটিতে ঠিক কত জন শ্রমিক আটকে পড়েছেন, তা জানায়নি সরকার। তবে জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে আটকে পড়া শ্রমিকের সংখ্যা অন্তত ১৫। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ দিন সকালে তাঁরা সেখানে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ খনিতে জল ভরে যায়।

আরও পড়ুন:– ‘এত নীচে নামবে…’, বিজেপি নেতার মন্তব্যে কান্নায় ভেঙে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

খনিটি টিঙ্কিলো উমরাংসো থানা এলাকায় অবস্থিত। জায়গাটি অত্যন্ত প্রত্যন্ত বলে জানিয়েছেন সরকারি কর্তারা। এক সূত্র জানিয়েছে, খনিতে বন্যা হওয়ার পর, কোনোমতে সেখান থেকে বাইরে বেরিয়ে আসেন কয়েকজন শ্রমিক। তাঁরাই খনির মালিক ও স্থানীয় পুলিশকে দুর্ঘটনার কথা জানান।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার অভিযান হাত লাগিয়েছেন। ডিসি এবং এসপিও ঘটনাস্থলে আছেন। তিনি আরও জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে রাজ্য সরকার।

একটি সূত্রের দাবি, দুর্ঘটনাগ্রস্ত কয়লা খনিটি অবৈধ। যাকে বলে ‘ব়্যাট হোল মাইন’। প্রত্যন্ত স্থানে অবস্থিত বলে, সেভাবে নজরদারি নেই। সেই সুযোগে সেখানে গোপনে কয়লা তোলা হচ্ছিল। প্রসঙ্গত শুধু অসম নয়, অতীতে প্রতিবেশি রাজ্য মেঘালয়েও এই ধরনের অবৈধ কয়লা উত্তোলন দেখা গিয়েছে। দুর্ঘটনা ঘটেছে যাতে বেশ কয়েকজন শ্রমিক মারা গেছে। মেঘালয়েও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তার পর, এই ধরনের খনি নিষিদ্ধ করেছিল ‘ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল’।

আরও পড়ুন:– ২৫,০০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ চলছে , আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন ,

আরও পড়ুন:–  একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন