Bangla News Dunia, Pallab : রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য প্রবেশিকা পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট। আর সেই পরীক্ষায় এবার স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল কলেজ সার্ভিস কমিশন। এই পরীক্ষায় যাতে কেউ জালিয়াতি করতে না পারে তার জন্য এবার থেকে অনলাইনে চালু করা হল পোর্টাল। যার মাধ্যমে একদিকে যেমন পরীক্ষার্থীদের উত্তর চ্যালেঞ্জ করতে সুবিধা হবে। ঠিক তেমনই আবার সমস্ত চোরা কারবার বন্ধ করা যাবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
জানা গিয়েছে ‘স্টেজ এলিজিবিলিটি টেস্ট’ এর ক্ষেত্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৬৭ জন। আর এই পরীক্ষার ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যেই ৩৪টি বিষয়ে মডেল ‘অ্যানসার কি’ প্রকাশ করেছে। এবং সেগুলি প্রশ্ন সমেত কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থীর কোনও বিষয়ে কোনও প্রশ্ন–উত্তর ভুল মনে হয় তাহলে তিনি নির্দ্বিধায় চ্যালেঞ্জ করতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই চ্যালেঞ্জ আবেদন পাঠানোর জন্য এখন আর অফিসমুখী হতে হবে না। বাড়ি বসেই খুব সহজে পোর্টালের মাধ্যমে তথ্য পাঠাবে। কলেজ সার্ভিস কমিশন যে নয়া পৃথক পোর্টাল খুলেছে তার নাম দেওয়া হয়েছে, ‘অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট পোর্টাল’।
নয়া পোর্টালের খুঁটিনাটি বিষয়
এই পরীক্ষায় পরীক্ষার্থীরা আগে অনলাইনে আবেদন করতে চাইলে তাদের সমস্ত তথ্য ইমেইল মারফৎ পাঠাতে হত কলেজ সার্ভিস কমিশনকে। সেখানে ওই সমস্ত তথ্য সংগ্রহ করার পর তা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হত। কিন্তু এই প্রক্রিয়া অনেক বেশি সময় সাপেক্ষ। যার ফলে ফলাফল প্রকাশ করতে অনেকটা দেরি হয়ে যেত। এমনকি নানা জালিয়াতির খবরও পাওয়া গিয়েছে। তাই সেক্ষেত্রে এবার স্বচ্ছতা আনতে এই পোর্টাল আনা হল। পরীক্ষার্থীরা নিজেদের জন্ম–তারিখ দিয়েই পোর্টালে লগ–ইন করতে পারবেন। এবং আজ অর্থাৎ ৬ জানুয়ারি মাঝরাত পর্যন্ত যে কোনও বিষয়ে প্রশ্নের উত্তর নিয়ে অভিযোগ থাকলে পরীক্ষার্থীরা সেটাকে চ্যালেঞ্জ করে আবেদন জানাতে পারবেন। এরপর সমস্ত অভিযোগ যাচাইকরণ এর পর জানুয়ারির তৃতীয় সপ্তাহে ফাইনাল আনসার কি আপলোড করা হবে। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই ফলপ্রকাশ করা হবে বলেই জানিয়েছিল কমিশন।
উত্তর চ্যালেঞ্জ প্রক্রিয়া পরীক্ষার্থীদের
কমিশন সূত্রে জানা গিয়েছে নিজের অভিযোগের সমর্থনে পরীক্ষার্থীরা প্রয়োজনীয় নথি ও তথ্য জমা দিতে পারবেন এই পোর্টালে। এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করতে ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। সেক্ষেত্রে উত্তর নিয়ে যদি অভিযোগ সঠিক হয় তাহলে পরীক্ষার্থীকে ২০০ টাকা পুনরায় ফেরৎ দিয়ে দেওয়া হবে। কিন্তু পরীক্ষার্থীর সেই অভিযোগ যদি ভুল হয় তাহলে আর টাকা ফেরাবে না কলেজ সার্ভিস কমিশন। অভিযোগ জমা পড়ার পর ১০ দিন সময় লাগবে সব কিছু যাচাই করতে। পরীক্ষার্থীরা www.wbcsc.org.in/www.wbcsconline.in ওয়েবসাইটে গিয়ে ২৬তম সেট পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের সব প্রশ্নের সম্ভাব্য উত্তরও দেখতে পাবেন।।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025