করিমগঞ্জ জেলার নাম বদলে দিচ্ছে বিজেপি সরকার ! জানুন কি হচ্ছে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bjp

Bangla News Dunia , Pallab : অসমের করিমগঞ্জ জেলার নাম বদলে হতে চলেছে শ্রীভূমি। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নামবদলের কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ বছর আগে এখানকার নাম শ্রীভূমি রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের করিমগঞ্জ জেলার নাম রেখেছিলেন শ্রীভূমি। যার অর্থ ‘মা লক্ষ্মীর ভূমি’। এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল সরকার। এর সঙ্গেই করিমগঞ্জের ম্যাপ ও রবীন্দ্রনাথের ছবি-সহ একটি পোস্টার সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। দক্ষিন অসমের জেলার হারানো গৌরব ফিরিয়ে আনা হল। করিমগঞ্জ এখন থেকে জানা যাবে শ্রীভূমি নামে।

জানা যায়, ১৯১৯ সালে করিমগঞ্জ হয়ে সিলেটে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্র গবেষকরা মনে করেন, সিলেটে সেই সফরকালেই সম্ভবত কাউকে সই দিতে গিয়ে রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন, ‘মমতাবিহীন কালস্রোতে/বাঙলার রাষ্ট্রসীমা হোতে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি।’ অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয়। #Short News

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন