Bangla News Dunia, দীনেশ দেব :- করোনার জেরে অনেক কিছুই পিছিয়ে গেছে। বর্তমানে সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে। আর এরই মধ্যে আজ কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশে অনির্দিষ্ট কালের জন্য NPR ও জনগণনা স্থগিত রাখা হবে। ২০২১ সালে ভারতে জনগণনা হবার কথা আর তার আগে কেন্দ্র সরকার সমস্ত রাজ্যকে NPR সম্পূর্ণ করতে নির্দেশ দেয়। তবে এই নির্দেশ মানতে অনেক রাজ্যই অস্বীকার করে। কিন্তু করোনা ভাইরাসের দাপটে এই প্রকল্প স্থগিত রাখা হলো।
এছাড়া এই দিন কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আরো একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়। এই মিটিং শেষে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে ৮০ কোটি মানুষকে সামান্য দামে খাদ্য শস্য দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন দেশের ৮০ কোটি মানুষকে ৭ কেজি করে ৩ মাসের অগ্রিম রেশন দেওয়া হবে।
[ আরো পড়ুন :- ” লক ডাউন ” না মানায় দেশবাসীকে কি ম্যাসেজ দিলেন সচিন ! দেখুন ভিডিও ]
তিনি আরো জানান দেশের ৮০ কোটি মানুষকে ২৭ টাকা কেজি দরের গম ২ টাকা কেজি দরে দেওয়া হবে আর ৩৭ টাকা কেজি দরের চাল ৩ টাকা কেজি দরে দেওয়া হবে। তিনি আরো জানান এর জন্য সরকারের খরচ হবে প্রায় ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা।
এই দিন কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়। প্রতিটি নেতা নিজেদের থেকে অপর জনের দূরত্ব বজায় রেখে বসেছিলেন।