Bangla News Dunia, সারদা দে :- করোনার জেরে মহারাষ্ট্রের গৃহবন্দীদের হাতে স্ট্যাম্প দেওয়ার সিন্ধান্ত নেওয়া হলো। ভোটের কালি দিয়ে লিখে দেওয়া হচ্ছে ‘হোম কোয়ারেন্টাইনড‘ । সারা বিশ্বে করোনার কারণে মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপ দেশবাসীর নজর কেড়েছে। করোনা প্রতিরোধে সারা বিশ্বে এখন হোম আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে । এইখানে আক্রান্তদের চিকিৎসা করানোর জন্য রাখা হচ্ছে।মহারাষ্ট্রে যে বা যারা হাসপাতালের চেয়ে বাড়িতে থেকে চিকিৎসা করাতে চান তারা যাতে বাইরে বেরিয়ে পড়লে তাদের চিহ্নিত করা যায় তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র সরকার। কারণ করোনা আক্রান্তে মহারাষ্ট্র এখন শীর্ষে রয়েছে। এখানে ৩৯ জন আক্রান্ত হয়েছেন,যার মধ্যে মারা গেছেন এক বৃদ্ধা। ।
[ আরো পড়ুন :- রাস্তার মাঝে ট্রাফিক আটকে ” সাপ আর বেজির ” লড়াই ! দেখুন ভিডিও ]
সোমবার মহারাষ্ট্র সরকার করোনা ভাইরাস নিয়ে এক বৈঠক ডাকেন সেইখানেই এই ব্যবস্থা গ্রহণের কথা আলোচনা করা হয়। করোনায় গৃহ বন্দিদের ১৪ দিন কড়া সাবধানতায় থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। যারা সদ্য বিদেশ থেকে ফিরেছেন কিংবা বিদেশিদের সাথে থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্যও সতর্কতমূলক ব্যবস্থা হিসেবে হোম কোয়ারেন্টাইন বা গৃহ বন্দীতে থাকতে হচ্ছে। জনস্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
[ আরো পড়ুন :- ক্যাটরিনা দিলেন টিপস কি ভাবে বাড়িতেই এক্সারসাইজ করবেন ! ]
ইতিমধ্যে মহারাষ্ট্রে সব স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বোর্ডের পরীক্ষা হচ্ছে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। উদ্ধব ঠাকরে প্রশাসন করোনার জন্য স্থানীয় ভোটকে স্থগিত রাখার আর্জি জানিয়েছেন।
এর আগেই কেন্দ্রীয় সরকার ইতালি, চীন, দক্ষিন কোরিয়া এইসব দেশগুলিকে প্রবল ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। এর সঙ্গে যুক্ত হলো দুবাই, সৌদি আরব এবং আমেরিকা। রবিবার কোচি বিমান বন্দরে এক বিদেশী কোয়ারেন্টাইন থেকে পালিয়েছে বলে জানা গিয়েছে।