Bangla News Dunia, জয় রায় :- শুক্রবার রাত ৮ টায় জাতির উদেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী দেশ বাসীর কাছে জনতা কার্ফু পালনের আহবান জানান। প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে প্রায় সমস্ত দেশ বাসি দরকার ছাড়া ঘর বা বাড়ি থেকে বেরোননি। এই দিন সমস্ত ব্যাস্ত এলাকা একদম ফাঁকা দেখা যায়। এই দিন রেল , বাস সহ সমস্ত পরিবহন ব্যবস্থা প্রায় বন্ধ ছিল। কারণ মানুষ নিজে থেকেই ঘর থেকে বাইরে বেরোননি। এই দিনের এই জনতা কার্ফু বনধ কেও পিছনে ফেলে দিয়েছে। প্রায় সমস্ত রাস্তা ফাঁকা দেখা যায়।
[ আরো পড়ুন :- করোনার জেরে মদের হোম ডেলিভারি চেয়ে আদালতে আর্জি ! ]
প্রধানমন্ত্রী তার ভাষণে দেশ বাসীর কাছে আরো একটি আহবান জানান যে যারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে তাদের সন্মান জানাতে দেশ বাসী জেনো ২২ মার্চ বিকেল ৫ টায় প্রত্যেকে তার বাড়ি থেকে হাততালি , থালা ,বাসন যে যা পারে তা দিয়ে আওয়াজ করে ডাক্তার , নার্স , বিভিন্ন মেডিকেল স্টাফ ও সাফাই কর্মীদের সন্মান জানান ,প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে প্রায় সারা দেশে তাদের সন্মান জানানো হয়। বলিউডের বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রী তাদের বাড়ি থেকে বিভিন্ন ভাবে ডাক্তার , নার্স , বিভিন্ন মেডিকেল স্টাফ ও সাফাই কর্মীদের সন্মান জানান।
[ আরো পড়ুন :- পাকিস্তানের কোয়ারেন্টাইন ক্যাম্পের অবস্থা দেখলে আপনি চমকে যাবেন ]
https://www.instagram.com/p/B-Cf1OFpT8N/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B-CURwQhL4Y/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B-CQbJfgFzS/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B-CToJ_gU8A/?utm_source=ig_web_copy_link