Bangla News Dunia, সারদা দে : করোনা ভাইরাসের কারণে ভারতের অর্থনীতি তলানিতে ঠেকেছে। এর মধ্যে আরো ২১ দিন লক ডাউন ঘোষণায় এই ক্ষতি আরো বাড়বে। অক্সফোর্ড ইকনমিক্স ভারতের বর্তমান পরিস্থিতির উপরে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে যে লক ডাউনের ফলে ভারতের জি ডি পি ৩ শতাংশ নেমে যেতে পারে। সংস্থাটি বলেছে যে অন্তত ১৮ হাজার কোটি টাকা সরাসরি মানুষকে পৌঁছে দিতে পারলে তবেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি।
[ আরো পড়ুন :- করোনা কি জৈব অস্ত্র করা হলো মামলা ,শুরু তদন্ত ]
ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কগুলিও। বহু সংস্থা তাদের লোনের কিস্তির ব্যাপারে ব্যাংকে যোগাযোগ করছে। এক্ট অফ গড নিয়মের মাধ্যমে সংস্থা গুলি চাইছে তাদের লোনের কিস্তি পিছিয়ে দেওয়া হোক বা কিছুটা মকুব করা হোক। ২০০ কোটি টাকার বেশি লোন নেওয়া সংস্থাগুলি এখনো যোগাযোগ করছে। আগামী দিনে আরো ছোট লোন নেওয়া সংস্থার মানুষেরা একই দাবি করতে পারে।
তবে লক ডাউন কিংবা এই সব আর্থিক ক্ষতিতে ক্ষতিগ্রস্ত ভারত ই পারবে করোনা ভাইরাসের মোকাবিলা করতে এমন আশ্বাস পাওয়া গেলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর কাছ থেকে। তাদের দাবি অতীতে পৃথিবীর বুক থেকে স্মল পক্স কিংবা পোলিও মুছে দেওয়ার পিছনে অগ্রণী ভূমিকা ছিল ভারতের। ভারতের মতো দেশ ই পারবে বিশ্বকে এই সমস্যা মোকাবিলার পথ দেখাতে।